ঢাকা টু নেপাল বিমান ভাড়া কত টাকা?
Dhaka to Nepal Airfare: বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের ঢাকা থেকে নেপাল যাওয়ার প্রয়োজন পড়ে। আর আমরা ভালো করেই জানি যে, ঢাকা থেকে নেপাল যাওয়ার অন্যতম মাধ্যম হলো বিমান যোগাযোগ। মূলত সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে, ঢাকা টু নেপাল বিমান ভাড়া কত টাকা।
তো বর্তমান সময়ে বিভিন্ন বিভিন্ন এয়ারলাইন্স এর মাধ্যমে যাতায়াত করা যায়। আর সেই এয়ারলাইন্স এর উপর নির্ভর করে আপনার বিমান ভাড়া নির্ভর করবে।
তাই ভিন্ন ভিন্ন এয়ারলাইন্স এর মাধ্যমে ঢাকা থেকে নেপাল যেতে আপনার কত টাকা বিমান ভাড়া প্রয়োজন হবে। আজকের আলোচনায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ঢাকা টু নেপাল কোন এয়ারলাইন্স যাতায়াত করে?
আমাদের বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের এয়ারলাইন্স যাওয়া আসা করে। তবে যদি আপনি ঢাকা থেকে নেপালে যেতে চান। তাহলে আপনি বর্তমানে মাত্র ০২ টি এয়ারলাইন্সে সরাসরি নেপাল যেতে পারবেন। আর সেই এয়ারলাইন্স গুলো হলো,
- বাংলাদেশ বিমান এবং
- হিমালয়া এয়ারলাইন্স
উপরের তালিকায় আপনি যে দুটো এয়ালাইন্স এর নাম দেখতে পাচ্ছেন। মূলত এই এয়ারলাইন্স গুলোর মাধ্যমে সরাসরি ঢাকা টু নেপাল যেতে পারবেন।
তবে এই দুটো ছাড়াও আরো বেশ কিছু এয়ারলাইন্স আছে। যেগুলো অনিয়মিত ঢাকা টু নেপাল যাতায়াত করে। যেমন, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, মালিন্দো এয়ারলাইন্স, বিস্তার এয়ারলাইন্স ইত্যাদি।
আরো পড়ুনঃ ঢাকা টু মালয়েশিয়া বিমান ভাড়া কত ২০২৩
ঢাকা টু নেপাল বিমান ভাড়া কত টাকা?
সত্যি বলতে আপনার ঢাকা থেকে নেপাল যেতে কত টাকা বিমান ভাড়া লাগবে। সেটি মূলত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। যেমন, আপনি কোন এয়ারলাইন্সে যাবেন, কোথায় নামবেন, আপনার বিমান যাত্রা ওয়ান ওয়ে নাকি মাল্টি ওয়ে ইত্যাদি।
তবে স্বাভাবিক ভাবে একজন ব্যক্তির ঢাকা টু নেপাল যেতে যে পরিমান বিমান ভাড়া দেওয়ার প্রয়োজন হবে। সেই ভাড়ার তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,
Air fare from Dhaka to Nepal – ঢাকা টু নেপাল বিমান ভাড়া | ||
এয়ারলাইন্সের নাম | ইকোনোমিক ক্লাস | বিজনেস ক্লাস |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | 20,000 হাজার থেকে 32,000 হাজার টাকা | 35,000 হাজার থেকে 42,000 হাজার টাকা |
শ্রীলঙ্কান এয়ারলাইন্স | 26,000 হাজার থেকে 34,000 হাজার টাকা | 41,000 হাজার থেকে 52,000 হাজার টাকা |
মালিন্দো এয়ারলাইন্স | 44,000 হাজার থেকে 48,000 হাজার টাকা | 52,000 হাজার থেকে 82,000 হাজার টাকা |
বিস্তার এয়ারলাইন্স | 18,000 হাজার থেকে 22,000 হাজার টাকা | 28,000 হাজার থেকে 36,000 হাজার টাকা |
*উপরোক্ত বিমান ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে। |
আরো পড়ুনঃ বাংলাদেশ টু মালয়েশিয়া বিমান ভাড়া কত ২০২৩
ঢাকা টু নেপাল বাস ভাড়া কত?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা এখন পর্যন্ত জানেনা যে, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকেও বাসে করে ঢাকা থেকে নেপাল যাওয়া যায়।
তো যারা এখন পর্যন্ত এই বিষয়টি সম্পর্কে জানেন না। তাদের বলে রাখি যে, বর্তমানে আমাদের দেশের শ্যামলী পরিবহন এর মাধ্যমে সরাসরি ঢাকা থেকে নেপাল যাওয়া যায়।
আর আপনি যদি বাসের মাধ্যমে ঢাকা থেকে নেপাল যেতে চান। তাহলে আপনার মোট ৩০ ঘন্টা ভ্রমন করার প্রয়োজন হবে। আর বর্তমান সময়ে বাংলাদেশ থেকে নেপাল যাওয়া আসার জন্য আপনার ৭ হাজার থেকে ৮ হাজার টাকা ভাড়া দিতে হবে।
তবে এখানে একটা কথা বলে রাখা ভালো। সেটি হলো, আপনি যখন ঢাকা থেকে বাসে করে নেপালে যাবেন। তখন আপনাকে ইন্ডিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেজন্য আপনার নিকট পাসপোর্ট, ভিসা সহো অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সাথে রাখতে হবে।
আরো পড়ুনঃ বাংলাদেশ টু মালয়েশিয়া বিমান ভাড়া কত ২০২৩
আপনার জন্য আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আমরা সকলেই জানি যে, বিমানের ভাড়া প্রতিনিয়ত পরিবর্তন হয়। কিন্তুু তারপরও আমি আজকে ঢাকা টু নেপাল বিমান ভাড়ার আপডেট তথ্য গুলো জানিয়ে দিয়েছি।
তবে পরবর্তী সময়ে যদি এই ভাড়ার মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয়। তাহলে আমি আজকের আর্টিকেল টি আপডেট করার চেষ্টা করবো।
আর আপনি যদি সেই আপডেট তথ্য গুলো সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।