পাসপোর্ট নাম্বার দিয়ে কানাডা ভিসা স্টেটাস চেক
Canada Visa Status Check with Passport Number: যখন আপনি কানাডা ভিসার জন্য আবেদন করবেন। তখন আপনি আপনার ভিসার বর্তমান অবস্থা অনলাইন থেকে জেনে নিতে পারবেন। তবে অন্যান্য দেশের ভিসার মতো কানাডা ভিসা সহজ ভাবে চেক করা যায়না। সেজন্য আপনাকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। আর অনলাইন থেকে কানাডা ভিসা চেক করার জন্য আপনাকে কি কি নিয়ম ফলো করতে হবে। এবার আমি আপনাকে ধাপে ধাপে সেই নিয়ম গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো।
কিভাবে কানাডা ভিসা স্টেটাস চেক করতে হয়?
যেহুতু আপনি অনলাইন থেকে কানাডা ভিসা স্টেটাস চেক করবেন। সেহুতু অবশ্যই আপনাকে সেই ওয়েবসাইট এর লিংক সংগ্রহ করতে হবে। যে ওয়েবসাইট এর মাধ্যমে কানাডার ভিসা চেক করা যায়।
তো আপনি www.canada.ca এই ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করার পর। আপনার বিভিন্ন ক্যাটাগরির কানাডা ভিসা চেক করতে পারবেন। কিন্তুু যখন আপনি প্রথম বার এই ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করবেন। তখন আপনি কিছুই বুঝতে পারবেন না। কেননা, আমি শুরুতেই বলেছি যে, অন্যান্য দেশের মতো কানাডা ভিসা চেক করা এতোটা সহজ নয়।
তবে চিন্তার কোনো দরকার নেই। কেননা, এবার আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিবো। আপনাকে শুধু আমার দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে।
আরো পড়ুনঃ কানাডা ভিসা করতে কত টাকা লাগে?
কানাডা ভিসা চেক করার উপায়
How to Check Canada Visa: বর্তমান সময়ে আপনি অনলাইন এবং অফলাইন এই দুইটি পদ্ধতিতে কানাডা ভিসা চেক করতে পারবেন। তবে চেক করার জন্য আপনাকে কি কি নিয়ম ফলো করতে হবে। এবার আমি আপনাকে সহজ ভাবে সেই নিয়ম গুলো দেখিয়ে দিবো।
অনলাইনে কানাডা ভিসা চেক | Canada Visa Check Online
যদিওবা অনলাইন থেকে ভিসা চেক করার কাজটি কিছুটা ঝামেলার। তবে যদি আপনি আমার দেখানো নিয়ম ফলো করতে পারেন। তাহলে আশা করি, আপনার ভিসা চেক করতে কোনো ধরনের সমস্যা হবেনা।
ধাপ-১ঃ কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রবেশ করুন
যেহুতু আপনি অনলাইন থেকে আপনার ভিসা স্ট্যাটাস চেক করবেন। সেহুতু আপনাকে কানাডা ইমিগ্রেশন এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যেখানে আমি কানাডার বিভিন্ন ধরনের ভিসার ক্যাটাগরি দেখতে পারবেন। আর উক্ত ওয়েবসাইট থেকে আপনি Canada Visa Check করে নিতে পারবেন।
ধাপ-২ঃ “Check your application status” অপশন খুজে নিন
তো আপনি যখন প্রথম এই সাইটে প্রবেশ করবেন, তখন আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন। তাই এবার আপনাকে “Immigration and citizenship” সেকশন থেকে “Check your application status” এর মধ্যে ক্লিক করতে হবে।
ধাপ-৩ঃ “Application status tracker” অপশনে প্রবেশ করুন
এবার আপনি একটু নতুন পেজে প্রবেশ করবেন। তো এখানে How to check your application status এই অপশন থেকে আপনার ভিসার ধরন সিলেক্ট করে দিতে হবে। তারপর একটু নিচের দিকে আসলে আপনি “Application status tracker” নামের একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে।
মনে রাখবেন, আপনি যদি উপরের পদ্ধতি ফলো করে কানাডা ভিসা চেক করতে চান তাহলে অবশ্যই আপনার একটি Tracker Account থাকতে হবে। আর যদি আপনার ট্রাকার একাউন্ট থাকে তাহলে আপনাকে Sign In করতে হবে। আর যদি আপনার নতুন একাউন্ট না থাকে তাহলে আপনাকে Create A New Account অপশন থেকে নতুন একাউন্ট তৈরি করতে হবে।
ধাপ-৪ঃ আপনার ভিসা চেক করুন
সবশেষে আপনি আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার ভিসা আবেদন গ্রহন করা হয়, তাহলে আপনি Approved লেখা দেখতে পারবেন। আর যদি যদি আপনার ভিসা আবেদন গ্রহন করা না হয় তাহলে Rejected দেখতে পারবেন। এছাড়াও আপনার ভিসা যদি প্রসেসিংয়ে থাকে তাহলে সেটি কোন অবস্থায় আছে তা দেখতে পারবেন।
অফলাইনে কানাডা ভিসা চেক | Canada Visa Check Offline
উপরে দেখানো পদ্ধতি ফলো করে অনলাইনে কানাডা ভিসা স্টেটাস চেক করা যাবে। কিন্তুু অফলাইনে ভিসা চেক করতে হলে আপনাকে কানাডা অ্যাম্বাসির কাছে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের দেশের মধ্যে যেসব অ্যাম্বাসি আছে। সেখানে গিয়ে আপনি আপনার কিছু তথ্য দিয়ে ভিসা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
তবে যখন আপনি কানাডা অ্যাম্বাসি থেকে আপনার ভিসা চেক করবেন। তখন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ভিসা ফি জমা দেওয়ার রশিদ ইত্যাদি ডকুমেন্টস গুলো সাথে রাখবেন। কারণ, ভিসা চেক করার সময় এই ডকুমেন্টস গুলোর প্রয়োজন হবে।
আরো পড়ুনঃ কানাডা ভিসা কত প্রকার ও কি কি?
পাসপোর্ট নাম্বার দিয়ে কানাডা ভিসা স্টেটাস চেক করা যাবে কি?
হ্যাঁ! আপনি চাইলে পাসপোর্ট নাম্বার ও অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কানাডা ভিসা কানাডা ভিসা স্টেটাস চেক করতে পারবেন। তবে তার জন্য আপনাকে অবশ্যই উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। কেননা, আপনি যতক্ষন পর্যন্ত (www.canada.ca) ওয়েবসাইট থেকে একাউন্ট তৈরি করবেন না। ততোক্ষন আপনি আপনার ভিসার স্টেটাস চেক করতে পারবেন না।
আপনার জন্য কিছুকথা
আপনি কিভাবে কানাডা ভিসা স্টেটাস চেক করবেন। সেগুলো আজকের আর্টিকেলে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এরপরও যদি আপনার ভিসা চেক করতে কোনো ধরনের সমস্যা হয়। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন।