কানাডা জব ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত জানুন

Learn more about Canada job categories: বর্তমান সময়ে অনেক মানুষ আছেন। যারা মূলত চাকরি করার উদ্দেশ্যে কানাডা যেতে চায়। আর আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন। তাহলে আপনাকে অবশ্যই কানাডা জব ক্যাটাগরি ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কেননা, বর্তমান সময়ে কানাডাতে A ক্যাটাগরি থেকে শুরু করে D ক্যাটাগরি পর্যন্ত জব দেখতে পাওয়া যায়।

তো আপনি যদি উক্ত ক্যাটাগরির জব গুলো করতে চান। তাহলে আপনার কেমন অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হবে। এবার আমি আপনাকে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জানিয়ে দিবো। আর আপনি যদি সেগুলো সম্পর্কে জানতে চান। তাহলে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়ুন।

কানাডা জব ক্যাটাগরির প্রকারভেদ গুলো কি কি?

আলোচনার শুরুতে আমি আপনাদের বলেছি যে, বর্তমানে কানাডা তে বিভিন্ন ক্যাটাগরির জব আছে। আর সেই ভিন্ন ক্যাটাগরির জবের জন্য ভিন্ন ভিন্ন দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। তো সেই কানাডা জব ক্যাটাগরি গুলো নিচে উল্লেখ করা হলো। যেমন,

  1. জব ক্যাটাগরি-A; আপনি যদি কানাডায় A ক্যাটাগরির জব করতে চান। তাহলে আপনার অবশ্যই উচ্চতর ডিগ্রী থাকতে হবে।
  2. জব ক্যাটাগরি- B: এই ক্যাটাগরির জব করার জন্য আপনার উচ্চতর ডিগ্রীর পাশাপাশি কয়েক বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে।
  3. জব ক্যাটাগরি-C: যদি আপনি কানাডায় C ক্যাটাগরির জব করতে চান। তাহলে আপনার মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অথবা সর্বনিন্ম ০২ বছরের কাজের প্রশিক্ষন নিতে হবে।
  4. জব ক্যাটাগরি-D: যখন আপনি কানাডাতে D ক্যাটাগরির জব করতে চাইবেন। তখন আপনি নির্দিষ্ট কাজে স্বল্প মেয়াদী প্রশিক্ষন নিতে হবে।

তো বর্তমান সময়ে কানাডার জব ক্যাটগরি কে কয়টি ভাগে ভাগ করা হয়। সেই সকল ক্যাটাগরি গুলো উপরের তালিকা তে উল্লেখ করা হয়েছে। এছাড়াও উক্ত ক্যাটাগরির জব করার জন্য আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার দরকার হবে। সেগুলো নিয়ে উপরে সঠিক ধারনা দেওয়া হয়েছে।

আরো পড়ুনঃ কানাডা ভিসা ক্যাটাগরি ২০২৩

কানাডায় কোন ক্যাটাগরিতে কি কি জব পাওয়া যায়?

এতক্ষনের আলোচনা থেকে আমরা জানতে পারলাম। কানাডা জব ক্যাটাগরি গুলোকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং সেই ক্যাটাগরি গুলো কি কি। তো এবার আমি আপনাকে জানাবো, কানাডা তে কোন ক্যাটাগরি তে কি কি জব করা যায়।

যদিওবা সবগুলো জবের নাম উল্লেখ করা সম্ভব হবেনা। কিন্তুু আমি চেষ্টা করবো ক্যাটাগরি ভেদে নির্দিষ্ট জব এর ধারনা দেওয়ার। আর সেই জব গুলোর তালিকা নিচে প্রদান করা হলো। যেমন, 

ক্যাটাগরি-A এর জব সমূহ

  1. financial analyst
  2. human resources professional
  3. marketing
  4. communications and public relations professional
  5. biologist
  6. landscape architect
  7. computer analyst
  8. registered nurse
  9. occupational therapist
  10. secondary school teacher

ক্যাটাগরি-B এর জব সমূহ

  1. administrative assistant
  2. record management technician
  3. insurer
  4. ship broker
  5. industrial instrument mechanic
  6. computer network technician
  7. early childhood educator
  8. graphic arts technician
  9. graphic designer
  10. chef

ক্যাটাগরি-C এর জব সমূহ

  1. receptionists
  2. data entry clerks
  3. library assistant
  4. postman
  5. dental assistant
  6. nurse aide
  7. home childcare provider
  8. primary and secondary school teaching assistant
  9. barman
  10. food and beverage servers

ক্যাটাগরি-D এর জব সমূহ

  1. cashier
  2. service station attendant
  3. food counter attendant
  4. hotel porter
  5. hotel cleaner
  6. construction trade labourer
  7. other trade helper or laborer
  8. public works laborer
  9. railway and motor transport laborer
  10. harvesting laborer

যদি আপনি উপরের তালিকা গুলোতে লক্ষ্য করেন। তাহলে আপনি কানাডার বিভিন্ন ক্যাটাগরির জব এর নাম দেখতে পারবেন। মূলত একজন ব্যক্তির দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই জবের শ্রেনী বিন্যাস করা হয়েছে।

আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩

আপনার জন্য আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আপনারা যারা কানাডা জব ক্যাটাগরি সম্পর্কে জানতে চেয়ছেন। তো তাদের জন্য আজকের আর্টিকেলে আমি কানাডার সকল জব ক্যাটাগরি নিয়ে বিস্তারিত বলা হয়েছে। আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হবেন। আর এমন উপকারী তথ্য গুলো পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *