কানাডায় স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ কত সময় লাগে
আপনি একজন বাংলাদেশি নাগরিক হয়ে যখন কানাডায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইবেন। তখন আপনাকে যে ভিসার জন্য আবেদন করতে হবে। তাকে বলা হবে, কানাডা স্টুডেন্ট ভিসা।
আর কানাডার শিক্ষার মান অনেক ভালো হওয়ার কারণে। আমাদের বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থীরা লেখাপড়া করার জন্য কানাডায় পাড়ি জমাচ্ছে।
তো তাদের মধ্যে অনেকেই জানতে চায় যে, কানাডায় স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ কত সময় লাগে। মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
কানাডায় স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ কত সময় লাগে?
আসলে আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার কতদিন পর ভিসা পাবেন। সেটি আসলে বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন সময় এর প্রয়োজন হবে।
কেননা, আপনি যদি লেখাপড়া করার জন্য কানাডা যেতে চান। তাহলে অবশ্যই আপনাকে কোনো স্কুল/কলেজ/ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে।
আর যখন সেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আপনাকে ভর্তি করবে। তারপর আপনার ভিসার চুড়ান্ত কাজ শেষ হবে। তো এই যাবতীয় কাজ গুলো সম্পন্ন হতে আমাদের বাংলাদেশের জন্য প্রায় ০৪ সপ্তাহ থেকে ০৮ সপ্তাহ অপেক্ষা করতে হবে।
আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাংলাদেশের স্টুডেন্ট ভিসার জন্য। এর থেকেও বেশি সময় অপেক্ষা করার প্রয়োজন হয়। তাই এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে, কানাডায় স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ কত সময় লাগবে।
স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে কত টাকা খরচ হয়?
কোনো একটি দেশের ভিসা নিতে হলে আমাদের নির্দিষ্ট পরিমান অর্থ খরচ করতে হয়। ঠিক একই ভাবে যখন আপনি কানাডা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন। তখনও আপনাকে তাদের নির্ধারিত অর্থ ব্যয় করতে হবে।
তবে অন্যান্য দেশের তুলনায় কানাডার স্টুডেন্ট ভিসার খরচ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বহন করতে হয়। আর সেগুলো নিচের তালিকা তে দেওয়া হলো। যেমন,
খরচ এর কারণ | খরচ এর পরিমান |
কানাডা ভিসা ফি | ১১ হাজার ৭০০ টাকা। |
পাসপোর্ট ফি | (৪ হাজার ২৫ টাকা – ১৩ হাজার ৮০০ টাকা) |
আইইএলটিএস-এর প্রস্তুতি | ৪০ হাজার টাকা |
আইইএলটিএস পরীক্ষার ফি | ২০ হাজার টাকার বেশি |
কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আবেদন | ৪০ হাজার টাকা |
পুলিশ ক্লিয়ারেন্স | ৫০০ টাকা |
সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ও কুরিয়ার খরচ | ০৪ হাজার টাকা |
নোটারি ও অ্যাসেট ভ্যালুশন খরচ | ১৫ হাজার টাকা |
বায়োমেট্রিক | ৬ হাজার ৬৬৩ টাকা |
মেডিকেল ফি | ১৩ হাজার ২৬০ টাকা |
বিমান ভাড়া | ০১ লাখ টাকা |
গরম কাপড় কেনাকাটা | ৫৫ হাজার টাকা (আনুমানিক) |
টিউশন ফি | কমপক্ষে ০৩ লাখ টাকা (প্রতি সেমিস্টার) |
প্রথম কয়েক মাস চলার খরচ | কমপক্ষে ০৪ লাখ টাকা (আনুমানিক) |
এখানে আনুমানিক খরচের হিসেব ধরা হয়েছে। যার (Source: Prothom alo) |থেকে সংগ্রহ করা হয়েছে। |
কানাডা স্টুডেন্ট ভিসা অনুমোদন হয়েছে কিনা কিভাবে বুঝব?
যারা কানাডায় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে। তারা অনেকেই জানতে চায় যে, কানাডা স্টুডেন্ট ভিসা অনুমোদন হয়েছে কিনা কিভাবে বুঝব। আর আপনিও যদি এই বিষয়টি বুঝতে না পারেন। তাহলে শুনুন…
যখন আপনার স্টুডেন্ট ভিসা আবেদন গ্রহনযোগ্য হবে। তখন কানাডা থেকে আপনার নিকট একটি চিঠি পাঠিয়ে দেওয়া হবে। যে চিঠিতে ষ্পষ্ট করে লেখা থাকবে যে, আপনি কানাডায় পড়াশোনা করার অনুমতি পেয়েছেন।
আর কানাডার ভাষায় এই চিঠিকে বলা হয়, port of entry letter of introduction” (পোর্ট অফ এন্ট্রি লেটার অফ ইন্ট্রোডাকশন)।
তো যখন আপনার কাছে এই চিঠি আসবে। তখন আপনাকে বুঝতে হবে যে, আপনার স্টাডি পারমিট নেওয়ার সময় চলে এসেছে।
আপনার জন্য কিছুকথা
প্রিয় পাঠক, যারা কানাডায় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছেন। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি অনেক হেল্পফুল হবে।
কেননা, আজকে আমি কানাডা স্টুডেন্ট ভিসা সম্পর্কিত এমন কিছু বিষয় শেয়ার করেছি। যেগুলো আপনার জেনে নেওয়াটা অতি প্রয়োজনীয়।
তো ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।