আমেরিকা থেকে কানাডায় যেতে কি কি লাগে?
What does it take to move from America to Canada?: আপনি যদি একজন আমেরিকান নাগরিক হয়ে থাকেন। তাহলে আপনি আপনার আমেরিকান পাসপোর্ট ও প্রয়োজনীয় ডকুমেন্টস (পরিচয় শনাক্তকরন তথ্য) এর মাধ্যমে কানাডা ভ্রমন করতে পারবেন। সে জন্য আপনাকে আর অন্য কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন পড়বে না।
তবে যদি আপনি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন। আর আপনার কাছে যদি আমেরিকার ভিসা থাকে। তাহলে আপনার আমেরিকা থেকে কানাডা যেতে হলে বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে। আর সেগুলো নিয়ে এবার আমি বিস্তারিত আলোচনা করবো।
আমেরিকা থেকে কানাডায় যেতে কি কি লাগে?
একজন বাংলাদেশির নিকট যখন আমেরিকান ভিসা থাকবে। আর সেই ব্যক্তি যদি আমেরিকা থেকে কানাডা যেতে চায়। তাহলে প্রথমে সেই ব্যক্তিকে বেশ কিছু তথ্য জমা দিতে হবে। আর সেগুলো হলো,
- আপনি কোন ধরণের ভ্রমণ নথির সাথে ভ্রমণ করবেন
- কোন দেশ আপনার ভ্রমণ নথি জারি করেছে
- আপনার জাতীয়তা এবং
- আপনি কিভাবে কানাডা ভ্রমণ করবেন
(সোর্সঃ এখানে ক্লিক করে দেখুন)
আর যখন আপনি এই ধরনের তথ্য প্রদান করবেন। তখন আপনার নিকট বেশ কিছু ডকুমেন্টস থাকতে হবে। তো সেই ডকুমেন্টস গুলো হলো,
- Passport
- Alien’s passport for stateless persons
- Permit to re-enter the U.S. (I-327)
- U.S. Refugee travel document (I-571)
- Other refugee travel documents for non-citizens
(সোর্সঃ এখানে ক্লিক করে দেখুন)
তো যদি আপনি আমেরিকা থেকে কানাডা ভ্রমন করতে চান। তাহলে আপনার নিকট যে সকল নথি থাকতে হবে। সেগুলো উপরের তালিকা তে উল্লেখ করা হয়েছে।
আর আপনি উপরের লিংক গুলোতে ক্লিক করে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
আরো পড়ুনঃ কানাডায় স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ কত সময় লাগে
ঢাকা থেকে কানাডা যেতে কত সময় লাগে?
আমেরিকা থেকে কানাডায় যেতে কি কি লাগে তা আপনি উপরের আলোচনা থেকে জানতে পেরেছেন। তো এবার আমাদের জানতে হবে যে, ঢাকা থেকে কানাডা যেতে কত সময় লাগে।
আপনার একটা বিষয় জেনে রাখা উচিত। সেটি হলো, আমাদের বাংলাদেশ থেকে কানাডার মোট দুরত্ব হলো প্রায় ৬৬৫০ মাইল। আর যখন আপনি বিমানের মাধ্যমে এই দীর্ঘ পথ অতিক্রম করবেন। তখন আপনার মোট ১৩ ঘন্টা ৪৮ মিনিট সময় এর প্রয়োজন হবে।
যদিওবা আকাশের পরিস্থিতি ভেদে এই সময় কম বা বেশি হতে পারে। কিন্তুু স্বাভাবিক ভাবে যে সময়ের প্রয়োজন হয়। সেটি এখানে উল্লেখ করা হয়েছে।
কানাডা থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত?
যেহুতু কানাডা থেকে আমাদের বাংলাদেশের দুরত্ব অনেক বেশি। সে কারণে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য বিমান ভাড়াও অনেক বেশি লাগে।
কেননা, বর্তমান সময়ে যদি আপনি কানাডা থেকে বাংলাদেশে আসেন। তাহলে আপনার বিমান ভাড়ার পরিমান হবে প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ০২ লাখ টাকার মতো। আর বিমান ভেদে এই বিমান ভাড়ার পরিমান বেশি হতে পারে আবার কম হতে পারে।
আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে কানাডা ভিসা স্টেটাস চেক
আমি কি আমার বাবা মাকে কানাডায় স্থায়ীভাবে নিয়ে যেতে পারি?
যদি আপনি কানাডার একজন স্থায়ী নাগরিক হয়ে থাকেন। তাহলে আপনি আপনার বাবা মাকে কানাডায় স্থায়ী ভাবে নিয়ে যেতে পারবেন।
কিন্তুু তার জন্য আপনার স্পন্সর আবেদন করতে হবে। এর পাশপাশি সেখানে আপনার বাবা মায়ের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য কানাডিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।
আর যদি আপনার সেই আবেদন গ্রহনযোগ্য হয়। তাহলে আপনি আপনার মা বাবা কে নিয়ে কানাডায় স্থায়ী ভাবে থাকতে পারবেন। যদিওবা এই কাজটি অনেক কঠিন প্রসেসের মাধ্যমে সম্পন্ন করতে হয়। তবে চেষ্টা করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
আরো পড়ুনঃ কানাডা ভিসা করতে কত টাকা লাগে?
আপনার জন্য আমাদের কিছুকথা
যদি আপনার কাছে আমেরিকার ভিসা থাকে। তাহলে আপনি আমেরিকা থেকে কানাডা যেতে পারবেন। তবে তার জন্য আপনার যে সকল ডকুমেন্টস এর দরকার হবে। সেগুলো আজকের আর্টিকেলে শেয়ার করা হয়েছে।
তো এরপরও যদি আপনি আরো কোনো তথ্য জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।