পাসপোর্ট চেক করার নিয়ম কি?

What are the rules for checking passports?: বিভিন্ন কারণে আমাদের পাসপোর্ট করার দরকার হয়। আর যখন আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করবেন কিংবা সেই পাসপোর্ট হাতে পাবেন। তখন আপনাকে নিজ দায়িত্বে সেই পাসপোর্ট চেক করে নিতে হবে। তবে আমরা অনেকেই জানিনা যে, কিভাবে পাসপোর্ট চেক করতে হয়।

মূলত সে কারণে আজকে আমি আপনাকে সহজ ভাবে পাসপোর্ট চেক করার নিয়ম গুলো দেখিয়ে দিবো। তবে তার জন্য আপনাকে নিচে দেখানো নিয়ম গুলো ফলো করতে হবে।

কিভাবে পাসপোর্ট চেক করা যায়?

বর্তমান সময়ে যদি আপনি পাসপোর্ট চেক করতে চান। তাহলে আপনাকে অন্য কোথাও যেতে হবেনা। বরং এখন আপনি নিজের ঘরে বসে অনলাইন এর মাধ্যমে পাসপোর্ট চেক করে নিতে পারবেন। আর সেজন্য আপনার নিকট বেশ কিছু তথ্য থাকতে হবে।

যেমন, আপনার নিকট Online Registration ID অথবা Application ID থাকতে হবে। এর পাশাপাশি আপনি যার পাসপোর্ট চেক করবেন সেই ব্যক্তির আসল জন্ম তারিখ জানতে হবে। তারপর আপনি উক্ত তথ্য গুলোর মাধ্যমে Government of the People’s Republic of Bangladesh এর মূল ওয়েবসাইট থেকে পাসপোর্ট চেক করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ ৬ মাসের কম পাসপোর্ট নিয়ে কানাডা যাওয়া যাবে ?

পাসপোর্ট চেক করার নিয়ম কি?

বর্তমান সময়ে আমরা মোট ০২ ধরনের পাসপোর্ট দেখতে পাই। আর সেগুলোর মধ্যে একটি হলো, ই পাসপোর্ট এবং অন্যটি হলো, এমআরপি পাসপোর্ট। তো এই দুই ধরনের পাসপোর্ট চেক করার জন্য আমাদের দুইটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আর এই দুইটি ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে আপনি পাসপোর্ট চেক করতে পারবেন। এবার আমি আপনাকে ধাপে ধাপে সেই পাসপোর্ট চেক করার নিয়ম গুলো সম্পর্কে বলবো।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

যদি আপনি আপনার ই পাসপোর্ট চেক করে নিতে চান। তাহলে আপনাকে কি কি নিয়ম ফলো করতে হবে। সেই নিয়ম গুলো নিচে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হলো। যেমন,

ই পাসপোর্ট চেক করার নিয়ম

  1. সবার প্রথমে (https://www.epassport.gov.bd/landing) এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. তারপর সবার উপরের ডানপাশে “Check Status”  এর মধ্যে ক্লিক করুন।
  3. অথবা এখানে ক্লিক করেও উক্ত অপশনে যেতে পারবেন।
  4. এবার আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে।
  5. এখন আপনি Online Registration ID এবং Application ID এর দুটি ফাঁকা বক্স দেখতে পারবেন।
  6. আপনি আসলে যে আইডির মাধ্যমে পাসপোর্ট চেক করতে চান, সেই আইডির ঘরে নাম্বারটি টাইপ করুন।
  7. এবার আপনাকে “Select date of birth” এর ঘরে আপনার পাসপোর্টে থাকা জন্ম তারিখ টি বসিয়ে দিন।
  8. তারপর “I am human” এর ঘরে ক্লিক করুন।
  9. সবশেষে আপনাকে “Check” নামক বাটনে ক্লিক করতে হবে।

তো যখন আপনি উপরে দেখানো নিয়ম গুলো সঠিক ভাবে ফলো করবেন। তারপর আপনি আপনার পাসপোর্ট এর বিস্তারিত তথ্য গুলো দেখতে পারবেন। তবে এটি শুধুমাত্র ই পাসপোর্ট এর জন্য প্রযোজ্য। কেননা, আপনি যদি এমআরপি পাসপোর্ট চেক করতে চান। তাহলে আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে।

আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে কানাডা ভিসা স্টেটাস চেক

এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম

উপরের আলোচনা থেকে আমরা অনলাইনে ই পাসপোর্ট চেক করার ‍নিয়ম গুলো জানলাম। তো এবার আমাদের এমআরপি পাসপোর্ট চেক করার উপায় গুলো দেখতে হবে। কেননা, আপনি এখন অনলাইন থেকে আপনার এমআরপি পাসপোর্ট চেক করে নিতে পারবেন। তবে সেজন্য আপনাকে নিচের নিয়ম গুলো ফলো করতে হবে। যেমন,

এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম

  1. সবার প্রথমে (http://passport.gov.bd/OnlineStatus.aspx) এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. তারপর আপনার সামনে উপরের পিকচারের মতো একটি পেজ ওপেন হবে।
  3. এবার আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা “Enrolment ID” বসিয়ে দিন।
  4. তার ঠিক নিচের অপশনে আপনার জন্ম তারিখ টি প্রদান করুন।
  5. এরপর আপনাকে একটি ক্যাপচা কোড পূরন করতে হবে।
  6. সবশেষে আপনাকে “Search” বাটনে ক্লিক করতে হবে।

তো যদি আপনার নিকট এমআরপি পাসপোর্ট থাকে। তাহলে আপনি সেটি উপরে দেখানো নিয়ম গুলোর মাধ্যমে চেক করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ ফিনল্যান্ড যাওয়ার নিয়ম (পাসপোর্ট / ভিসা / চাকরি)

আপনার জন্য আমাদের কিছুকথা

আপনি কিভাবে আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। আজকের আলোচনাতে সেই নিয়ম গুলোকে দেখিয়ে দেওয়া হয়েছে। তবে উপরে দেখানো নিয়ম গুলো ফলো করতে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়। তাহলে আপনার সমস্যাটি নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *