জমির দাগ নং বের করার উপায়

Ways to find out land mark no: বিভিন্ন সময় আমাদের জমিতে দাগ নম্বর বের করার প্রয়োজন হয়। কেননা একটি জমির দাগ নম্বর থেকে উক্ত জমির আসল মালিক কে তা জানতে পারা যায়।

আর আপনি চাইলে খুব সহজেই আপনার উপজেলা ভূমি অফিস থেকে জমির দাগ নম্বর দিয়ে উক্ত জমির মালিকানা বের করতে পারবেন। তবে সেজন্য অবশ্যই আপনার নিকট দাগ নম্বর এবং মৌজা নম্বর থাকতে হবে।

কিন্তু আপনি যদি সরাসরি আপনার ভূমি অফিসে যেতে না চান। তাহলে আপনি অনলাইন থেকেও খুব সহজে জমির দাগ নম্বর বের করতে পারবেন। এবং সেই জমির দাগ নম্বর থেকে আসল মালিকের নাম জানতে পারবেন।

আর এবার আমি আপনাকে অনলাইন থেকে জমির দাগ নম্বর দিয়ে জমির মালিকানা বের করার পদ্ধতি দেখিয়ে দিব।

জমির দাগ বা দাগ নম্বর কাকে বলে?

যেহেতু আপনি জমির দাগ নম্বর বের করার উপায় সম্পর্কে জানতে চান। সেহুতু অবশ্যই আপনাকে এই দাগ নম্বর কাকে বলে তা জেনে নিতে হবে। আর আমরা সকলে জানি যে, ”দাগ” শব্দের অর্থ হল, ভূমিখন্ড।

কেননা যখন জমির জরিপ ম্যাপ তৈরি করা হয়েছিল। তখন মৌজা নকশার মধ্যে ভূমির নির্দিষ্ট সীমানা সনাক্ত করার প্রয়োজন হয়েছিল। আর উক্ত সময় প্রত্যেক টি ভূমির খন্ডকে আলাদা আলাদা করে নম্বর প্রদান করা হয়েছিল। মূলত এই নম্বরকেই বলা হয়ে থাকে, জমির দাগ নম্বর।

আরো পড়ুনঃ জমির রেকর্ড কত বছর পর পর হয়?

কিভাবে জমির দাগ নম্বর দিয়ে জমির মালিকানা বের করতে হয়?

এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, জমির দাগ নম্বর বলতে কী বোঝায়। তো এবার আমাদের জানতে হবে, কিভাবে অনলাইন থেকে জমির দাগ নম্বর দিয়ে উক্ত জমির মালিকানা বের করা যাবে।

আর আপনি যদি নির্দিষ্ট কোন দাগ নম্বর দিয়ে সেই জমির মালিকানা বের করতে চান। তাহলে আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে। যেমন,

  1. প্রথমত আপনাকে একটি মোবাইল অথবা কম্পিউটার এর মধ্যে ব্রাউজার ওপেন করতে হবে। 
  2. তারপর আপনাকে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  3. আপনি চাইলে গুগল থেকে সেই ওয়েব সাইটে যেতে পারবেন। নতুবা এখানে ক্লিক করেও উক্ত ওয়েবসাইটে যেতে পারবেন।

যখন আপনি উপরের লিংক এর মধ্যে ক্লিক করবেন। তখন আপনি নতুন একটি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। আর সেই ওয়েবসাইট টি দেখতে কেমন হবে তা আপনি নিচের পিকচারে দেখতে পাচ্ছেন।

কিভাবে জমির দাগ নম্বর দিয়ে জমির মালিকানা বের করতে হয়

তো এখন আপনাকে যে সকল কাজ গুলো করতে হবে। সেই কাজ গুলো পুনরায় ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হল।

  1. সবার প্রথমেই আপনাকে আপনার ”বিভাগ” সিলেক্ট করে দিতে হবে।
  2. তার ঠিক ডান পাশে আপনি ”জেলা” নামের একটি অপশন দেখতে পারবেন। উক্ত অপশনে আপনাকে আপনার নিজস্ব জেলা সিলেক্ট করে দিতে হবে।
  3. উপরের যাবতীয় তথ্য গুলো দেওয়ার পর এবার আপনাকে “ম্যাপ নির্বাচন করুন” অপশন থেকে আরএস সিলেক্ট করে দিতে হবে।
  4. তার ঠিক নিচেই আপনি উপজেলা বা সার্কেল দেওয়ার একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন।
  5. এবার আপনি যেহেতু দাগ নম্বর দিয়ে দিয়ে জমির মালিকানা বের করতে চান। সেহেতু অবশ্যই আপনাকে ”দাগ নং অনুযায়ী” এই অপশনে টিক মার্ক দিতে হবে।
  6. তারপর নিচে থাকা ফাঁকা বক্সের মধ্যে আপনাকে আপনার জমির দাগ নম্বর টি টাইপ করে দিতে হবে।
  7. সবশেষে আপনি ”অনুসন্ধান করুন” নামক বাটনের মধ্যে ক্লিক করবেন।

তো আপনি যখন উপরের এই পদ্ধতি গুলো সঠিক ভাবে অনুসরণ করতে পারবেন। তখন আপনি খুব সহজেই জমির দাগ নম্বর দিয়ে এই জমির আসল মালিকের নাম বের করতে পারবেন। আশা করি, এতে আপনার কোন ধরনের সমস্যা হবে না।

আরো পড়ুনঃ অনলাইনে জমির রেকর্ড বের করার নিয়ম

জমির দাগ নং বের করার উপায় নিয়ে আমাদের শেষকথা

বিভিন্ন সময় আমাদের জমির দাগ নম্বর দিয়ে উক্ত জমির মালিকের তথ্য যাচাই করার দরকার হয়। আর সেই সময় আপনি কোন কোন পদ্ধতি গুলো অনুসরণ করে মালিকের তথ্য যাচাই করতে পারবেন। সেই পদ্ধতি গুলো আজকে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে।

তবে আজকের দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করতে যদি আপনার কোন ধরনের সমস্যা হয়। তাহলে অবশ্যই আপনি আপনার সমস্যাটি নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

কেননা আমরা সর্বদাই আপনার সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত হয়ে আছি। আর অজানা বিষয় কে খুব সহজ ভাষায় জানতে হলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *