চেক মামলা থেকে বাঁচার উপায়

স্থানীয়ভাবে মীমাংসা ও অভিজ্ঞ অ্যাডভোকেট এর মাধ্যমে চেক মামলা থেকে বাঁচা যায়। প্রথমত চেস্টা করবেন স্থানীয় ভাবে চেক মামলা মীমাংসা করার জন্য। অন্যথায় আপনাকে অভিজ্ঞ অ্যাডভোকেট এর কাছে যেতে হবে।

Ways to avoid check lawsuits: যখন কোনো একজন ব্যক্তি “A” কোনো অন্য ব্যক্তি “B” কে চেক প্রদান করেন এবং সেই চেকটি ব্যাংকে উপস্থাপনের পর যদি সেটি ডিজঅনার হয়। তাহলে ব্যাক্তি “B” চেক ডিজঅনার মামলা দায়ের করতে পাররে। 

মনে রাখবেন, চেক ডিজঅনার হলো বড় ধরনের একটি অপরাধমূলক কাজ। তাই অপরাধের জন্য চেক প্রদানকারীকে এক (০১) বছর পর্যন্ত কারাদণ্ড বা চেকে উল্লেখিত অর্থের তিনগুণ অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

চেক ডিজঅনার মামলা

চেক ডিজঅনার মামলা

চেক ডিজঅনার মামলা কি?

Check dishonor case: সহজ কথায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি চেকের মাধ্যমে প্রতারিত হবে এবং তার সেই প্রতারনা থেকে রেহাই পাওয়ার জন্য আইন অনুযায়ী মামলা করবে। তখন তাকে বলা হবে, চেক ডিজঅনার মামলা। আর এই ধরনের মামলা গুলোর ধরন ভিন্ন ভিন্ন হয়। যেমন,

  1. চেক প্রদান করা ব্যক্তি তার একাউন্টে টাকা না রেখে সেই চেক প্রদান।
  2. কাউকে চেক প্রদান করার পর ব্যাংক একাউন্ট সম্পূর্ণ ভাবে বন্ধ করা।
  3. উক্ত চেক এর মাধ্যমে আর্থিক লেনদেন করার অসম্মতি প্রকাশ করা।
  4. কাউকে ফাঁকা চেক প্রদান করার পর, লেনদেন করে সেই চেক ফেরত না দেওয়া।

এগুলো ছাড়াও ব্যাংকিং সংক্রান্ত সিকিউরিটি হিসেবে চেক দিয়েও এই ধরনের সমস্যা হয়। তো চেকের মামলার মধ্যে কি কি বিষয় অন্তুর্ভুক্ত থাকতে পারে সেই বিষয় গুলো উপরে উল্লেখ করা হয়েছে। আর উক্ত সমস্যা গুলোর কারণে যে সকল মামলা করা হয় সেগুলো কে বলা হয়, চেক মামলা।

আরো পড়ুনঃ জমির খাজনা চেক করার উপায়

চেক মামলা থেকে বাচার উপায়

Ways to avoid check lawsuits: আপনার মাথায় রাখতে হবে যে, চেক মামলা একটি জটিল ও দীর্ঘমেয়াদী মামলা। এই মামলায় জড়িয়ে পড়লে অনেক সময় কোনো একজন ব্যক্তির আর্থিক ভাবে ক্ষতির পাশাপাশি সামাজিক ক্ষতি পর্যন্ত হয়। তাই যথাসম্ভব চেস্টা করবেন চেক মামলা থেকে নিজেকে মুক্ত করার জন্য।

আর চেক মামলা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো, স্থানীয়ভাবে মীমাংসা করা। কারণ আপনি যদি স্থানীয় ভাবে চেক মামলা মীমাংসা করতে পারেন, তাহলে আর আদালতে যেতে হবেনা। কিন্তুু যদি আপনার চেক মামলা আদালত পর্যন্ত যায় তাহলে আপনাকেও একজন অভিজ্ঞ অ্যাডভোকেট এর কাছে যেতে হবে।

কারণ, অ্যাডভোকেট আপনার চেক মামলার বিভিন্ন দিক বিবেচনা করবেন। তারপর কিভাবে আপনি সেই চেক মামলা থেকে বাঁচতে পারবেন, তার সঠিক উপায় বের করবেন।

আরো পড়ুনঃ খাস জমি চেনার উপায় গুলো জেনে নিন

চেকের মামলা থেকে বাচার উপায়

চেক ডিজঅনার মামলার শাস্তি | চেকের মামলার সাজা

যখন চেক ডিজঅনার মামলা প্রদান করা হয় এবং সেই মামলা তে যখন কেউ অপরাধী বলে বিবেচিত হয়। তখন আইন অনুযায়ী সেই অপরাধীর প্রায় ০১ বছর পর্যন্ত সাজা প্রদান করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে সেই অপরাধী ব্যক্তির চেকের মধ্যে উল্লেখ করা মোট টাকার তিন গুন বেশি টাকা জরিমানা করা হতে পারে।

আবার অনেক সময় দেখা যায় যে, বিভিন্ন অপরাধীদের জেল ও অর্থ দুই ধরনের দন্ড প্রদান করা হয়। মূলত এই সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে আইন এর ধারার উপর। তাই এই ধরনের চেক প্রতারনা থেকে নিজেকে সর্বদা দুরে রাখার চেষ্টা করবেন।

আরো পড়ুনঃ অনলাইনে জমির রেকর্ড যাচাই বাংলাদেশ

চেক মামলা নিয়ে আমাদের শেষকথা

যদি আপনি চেক মামলায় প্রতারিত হয়ে থাকেন। তাহলে সেই চেক মামলা থেকে বাঁচার উপায় কি সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও কোনো ব্যাক্তি যদি নিজ জ্ঞানে এই ধরনের প্রতারনামূলক কাজে লিপ্ত থাকে। তাহলে তার কি শাস্তি হতে পারে, সে সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে।

তো আশা করি, আজকের লেখা আর্টিকেল থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য গুলো জানতে পেরেছেন। আর যদি আপন চেক সংক্রান্ত আরো কিছু জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *