অনলাইন জিপিএফ হিসাব যেভাবে করবেন
Online GPF Calculation: আপনারা যারা বর্তমান সময়ে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা অবশ্যই জিপিএফ এর সাথে পরিচিত থাকবেন। তো এই GPF এর পূর্নরুপ হলো, General Provident Fund. যে ফান্ড এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ব্যক্তিরা কিছু পরিমান অর্থ সঞ্চয় করে রাখে। আর সে কারণে এমন অনেক মানুষ আছেন, যারা মূলত জিপিএফ হিসাব বের করতে চায়।
আর বর্তমান সময়ে আপনি অনলাইন থেকে আপনার জিপিএফ হিসাব বের করে নিতে পারবেন। তবে সেজন্য আপনাকে কি কি কাজ করতে হবে, সেই বিষয় গুলো জানিয়ে দেওয়ার জন্যই এই আর্টিকেল টি লেখা হয়েছে। তাই চলুন, অনলাইন জিপিএফ হিসাব বের করার উপায় গুলো জেনে নেওয়া যাক।
কিভাবে জিপিএফ হিসাব বের করা যায়?
যদি আপনি আগের দিন গুলোর কথা চিন্তা করে দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, আগের দিন গুলোতে জিপিএফ হিসাব জানার জন্য উপজেলা ট্রেজারি হিসাবরক্ষক অফিসে যাওয়ার প্রয়োজন পড়তো। এবং সেই অফিসে যাওয়ার পর বিস্তারিত তথ্য দিয়ে জিপিএফ হিসাব বের করতে হতো। কিন্তুু সময় পরিবর্তন এর সাথে সাথে এখন আপনাকে আর সরাসরি অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না।
কেননা, বর্তমান সময়ে আপনি চাইলে নিজের ঘরে বসে। অনলাইন থেকেও আপনার জিপিএফ হিসাব বের করে নিতে পারবেন। আর আজকের আলোচনা তে আমি আপনাকে মোট দুইটি সহজ পদ্ধতিতে জিপিএফ হিসাব বের করার উপায় সম্পর্কে বলবো। আশা করি, এই উপায় গুলো ফলো করে আপনি আপনার জিপিএফ হিসাব বের করে নিতে পারবেন।
অনলাইনে জিপিএফ হিসাব বের করতে আলাদা কিছু লাগে?
আমরা সকলেই জানি যে, জিপিএফ হিসাব বের করার জন্য কিছু তথ্য প্রদান করতে হয়। ঠিক তেমনি ভাবে যখন আপনি অনলাইনে আপনার জিপিএফ হিসাব বের করতে চাইবেন। তখনও আপনার নিকট বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর দরকার হবে। আর সেই ডকুমেন্টস গুলোর তালিকা নিচে দেওয়া হলো। যেমন,
- অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র এর দরকার হবে।
- আপনি পে ফিক্সেশন এর সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছেন। সেই মোবাইল নম্বর এর দরকার হবে।
- অনলাইনে জিপিএফ হিসাব দেখার জন্য একটি মোবাইল অথবা কম্পিউটার এর দরকার হবে।
- এবং উক্ত মোবাইল বা কম্পিউটার এর মধ্যে ইন্টারনেট কানেকশন এর দরকার হবে।
তো আপনার নিকট যদি উপরোক্ত ডকুমেন্টস গুলো থাকে। তাহলে আপনি খুব সহজে অনলাইন থেকে আপনার জিপিএফ হিসেব বের করতে পারবেন। তবে সেজন্য আপনাকে যেসকল কাজ করতে হবে। সেই কাজ গুলো নিচে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হলো।
অনলাইনে জিপিএফ হিসেব চেক করার উপায়
আমি আলৈাচনার শুরুতেই আপনাকে বলেছি যে, আপনি এখন খুব সহজেই অনলাইন থেকে আপনার প্রয়োজনীয় জিপিএফ হিসেব চেক করে নিতে পারবেন। তবে তার জন্য আপনাকে কোন কোন পদ্ধতি গুলো ফলো করতে হবে। এবার ধাপে ধাপে সেই পদ্ধতি গুলো দেখিয়ে দেওয়া হলো। যেমন,
- সবার প্রথমে আপনাকে ”Office of the chief accounts and finance officer”- এর মূল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- অথবা আপনি চাইলে এখানে ক্লিক করেও উক্ত ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে পারবেন।
- তারপর আপনি নিচের দিকে বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন। যা নিচের পিকচারে দেখানো হলো।
- এবার আপনাকে উপরে দেখানো “GPF Information” নামক অপশন এর মধ্যে ক্লিক করতে হবে।
- আর উপরের অপশনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। যেখানে আপনাকে আপনার “Nid Number” এবং “Phone Number” প্রদান করতে হবে।
- এবার আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। আপনাকে সেই কোড নম্বর টি সঠিক ভাবে বসিয়ে দিতে হবে।
আর যখন আপনি উপরের তথ্য গুলো সঠিক ভাবে প্রদান করবেন। তারপর আপনি আপনার বর্তমান জিপিএফ ব্যালেন্স চেক করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ জামুকা গেজেট তালিকা ২০২৩
জিপিএফ ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করবেন?
যদিওবা উপরে সহজ পদ্ধতি তে জিপিএফ ব্যালেন্স চেক করার পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা অনেকেই জিপিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে চাই। তো আপনি যদি অনলাইনে জিপিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে চান। তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি নিচে দেখানো পিকচারের মতো একটি পেজে প্রবেশ করবেন।
আর উপরের পিকচারে দেখানো ছবি অনুযায়ী আপনার প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে। জিপিএফ ক্যালকুলেটর দিয়ে আপনি আপনার জিপিএফ হিসেব জেনে নিতে পারবেন। আশা করি, এতে আপনার কোনো ধরনের সমস্যা হবেনা।
অনলাইন জিপিএফ হিসাব নিয়ে আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আজকের আলোচনা তে আমি আপনাদে অনলাইন জিপিএফ হিসাব বের করার পদ্ধতি গুলো দেখিয়ে দিয়েছি। আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর আপনি যদি এই ধরনের অজানা তথ্য গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য।