ওমান ক্লিনার ভিসা আবেদন, বেতন, খরচ
আগের দিন গুলোর তুলনায় বর্তমানে ওমান ক্লিনার ভিসার ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। কারণ, এখন ওমানে ক্লিনারের কাজ করেও অনেক ভালো বেতন সুবিধা পাওয়া সম্ভব। আর আপনিও যদি ক্লিনার ভিসায় ওমান যেতে চান তাহলে আজকের লেখাটি মন দিয়ে পড়বেন। কারণ, আজকে আমি আপনাকে ওমান ক্লিনার ভিসার যাবতীয় তথ্য গুলো শেয়ার করার চেস্টা করবো।
ওমান ক্লিনার ভিসা কাকে বলে?
সবার শুরুতে আমাদের জানতে হবে যে, ওমান ক্লিনার ভিসা কাকে বলে। তো সহজ কথায় বলতে গেলে ওমান ক্লিনার ভিসা হলো ওমানে ক্লিনিংয়ের কাজ করার জন্য এক ধরনের কর্মী ভিসা। এই ভিসাধারী ব্যক্তিরা ওমানে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন হোটেল, রেস্তোরাঁ, অফিস, হাসপাতাল, এবং বাসস্থান পরিষ্কার করার কাজ করার অনুমতি পায়।
আর আপনিও যদি আমাদের বাংলাদেশ থেকে ক্লিনার ভিসায় ওমান যেতে পারেন তাহলে আপনাকে এই কাজ গুলো করতে হবে। যদিওবা আগের দিন গুলোতে ওমানে ক্লিনার কাজের বেতন বেশি ছিলোনা। তবে বর্তমানে ক্লিনার কাজ করেও ওমানে ভালো পরিমানে বেতন পাওয়া সম্ভব।
কিভাবে ওমান ক্লিনার ভিসা পাওয়া যাবে?
যদি আপনি ক্লিনার ভিসায় ওমান যেতে চান তাহলে সবার প্রথমে আপনাকে ওমানের কোনো কোম্পানি থেকে জব অফার লেটার সংগ্রহ করতে হবে। আর এই জব অফার লেটার পাওয়ার জন্য আপনাকে ওমানের বিভিন্ন কোম্পানি থেকে প্রকাশিত হওয়া ক্লিনার নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে আবেদন করতে হবে।
আর এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রতিনিয়ত ওমানের বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেমন,
- https://www.gulftalent.com/oman/jobs
- https://www.naukrigulf.com/jobs-in-oman
- https://www.bayt.com/en/oman/jobs/
- https://www.edarabia.com/jobs/oman/
এছাড়াও আপনি লিংকইডন এবং ফেসবুক থেকেও ওমান থেকে প্রকাশিত হওয়া বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জেনে নিতে পারবেন। তবে উপরের তালিকায় শেয়ার করা ওয়েবসাইট গুলো অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। তাই নিজ দায়িত্বে যাচাই করে তারপর উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো তে আবেদন করবেন।
ওমান ক্লিনার ভিসার বেতন কত?
যেহুতু আপনি ওমানে ক্লিনার কাজ করার যেতে চান সেহুতু আপনাকে অবশ্যই এই কাজের বেতন সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। কারন আমাদের বিদেশ যাওয়ার একমাত্র লক্ষ্য হলো অর্থ উপার্জন করা। আর আপনার ক্লিনার কাজের জন্য ওমানে কেমন বেতন হবে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে।
যেমন, আপনি যদি ভালো কোনো প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কাজ করেন তাহলে আপনি ১০০ থেকে ১৫০ রিয়াল বেতন পাবেন। তবে এই ধরনের বেতন সবাই পাবেন বিষয়টা কিন্তু এমন নয়। বরং ক্লিনার হিসেবে কাজ করে বেশি বেতন সুবিধা নিতে হলে অবশ্যই আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
ওমান ক্লিনার ভিসার জন্য কত বছর বয়স লাগে?
কোনো একটি দেশে কাজ করার জন্য অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমান বয়সের প্রমাণ দেখাতে হবে। তাই আপনারা যারা বর্তমান সময়ে ওমানে ক্লিনার কাজ করতে চান তাদের বয়স ১৮ বছর থেকে ২১ বছর এর মধ্যে হতে হবে। কিন্তুু ওমানের ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ধরনের বয়সের সীমাবদ্ধতা দেয়।
তাই আপনি যখন ওমানের কোনো ক্লিনার চাকরিতে আবেদন করবেন তখন আপনি বয়সের পরিমান জেনে নিবেন। সেক্ষেত্রে যদি আপনার আবেদন করার মতো পর্যাপ্ত বয়স থাকে তাহলে আপনি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন। কিন্তুু যদি আপনার পর্যাপ্ত বয়স না থাকে তাহলে সেই নিয়োগ বিজ্ঞপ্তি তে আবেদন করা থেকে বিরত থাকবেন।
পরিশেষে আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে আমি আপনাকে ওমান ক্লিনার ভিসা সম্পর্কে বিস্তারিত বলেছি। তাই আপনারা যারা ক্লিনার কাজ করার জন্য ওমান যেতে চান তাদের জন্য এই লেখাটি অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।