মন্টিনিগ্রো কাজের ভিসা আবেদন, খরচ, বেতন

Montenegro work visa application: আমরা সবাই জানি, ইউরোপীয় ইউনিয়ন এর একটি সদস্য দেশ হলো, মন্টিনিগ্রো। আর সে কারণে এই দেশে কাজের ভিসা পাওয়া অনেক কঠিন একটি কাজ। তবে যদি আপনি মন্টিনিগ্রো কাজের ভিসায় যেতে চান। তাহলে আপনাকে অনেক উচ্চ বেতনে চাকরি করার সুবিধা পাবেন।

আর ভিসা আবেদনের জটিল প্রক্রিয়া সম্পন্ন করে কিভাবে মন্টিনিগ্রো কাজের ভিসা সংগ্রহ করতে পারবেন। সেই বিষয় গুলো নিয়ে আজকে বিস্তারিত জানাবো।

মন্টিনিগ্রো বেতন কত?

প্রত্যেকটা প্রবাসীর বিদেশ যাওয়ার মূল উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা। তাই কাজের ভিসায় মন্টিনিগ্রো যাওয়ার আগে, সেই দেশের বেতন সম্পর্কে আপনার সঠিক তথ্য জানা জরুরী।

কারণ আমরা জানি যে, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ গুলোতে উচ্চ বেতন সুবিধা পাওয়া যায়। যদিওবা এই দেশ গুলোতে জীবনযাত্রার মান অনেক বেশি। তবে মন্টিনিগ্রো তে আপনি কাজ করে প্রতি মাসে কত বেতন পাবেন সেটা আপনার কাজ ও দক্ষতার উপর নির্ভর করবে।

আর নিচের তালিকায় কিছু মন্টিনিগ্রো এর জনপ্রিয় পেশার আনুমানিক বেতন উল্লেখ করা হলো। যেমন, 

  1. নার্স: 600-800 ইউরো,
  2. রেস্তোরাঁ কর্মচারী: 300-500 ইউরো,
  3. সেলসম্যান: 400-600 ইউরো,
  4. মেকানিক: 800-1000 ইউরো,
  5. শিক্ষক: 500-700 ইউরো,

তবে আপনার কাজের উপর ভিত্তি করে বেতনের পরিমান কিছুটা কম বা বেশি হতে পারে। সেটা নির্ভর করবে আপনার কাজের ধরন, নিয়োগকারী কোম্পানি ইত্যাদির উপর।

আরো পড়ুনঃ রোমানিয়া স্টুডেন্ট ভিসা খরচ সম্পর্কে জেনে নিন

বাংলাদেশ থেকে মন্টিনিগ্রো কাজের ভিসা পাওয়া যায়?

সত্যি কি আমাদের বাংলাদেশ থেকে মন্টিনিগ্রো কাজের ভিসা পাওয়া যাবে? – হুমম অবশ্যই পাবেন। তবে মন্টিনিগ্রো কাজের ভিসা পাওয়ার জন্য যেসব শর্ত আছে। আপনাকে সেই সকল শর্ত সঠিক ভাবে মেনে কাজ করতে হবে।

যেমন, আপনি একজন বাংলাদেশের নাগরিক। এখন আপনি কাজের ভিসায় মন্টিনিগ্রো যেতে চান। তখন আপনি সরাসরি কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। বরং প্রথমে আপনাকে প্রথমে মন্টিনিগ্রো এর কোনো কোম্পানি থেকে জব অফার লেটার সংগ্রহ করতে হবে।

আর যখন আপনার কাছে জব অফার লেটার থাকবে। তখন আপনি কাজের ভিসার আবেদন করার পরবর্তী কাজ গুলো করতে পারবেন। মোটকথা কাজের ভিসায় মন্টিনিগ্রো যাওয়ার মূল হাতিয়ার হলো জব অফার লেটার।

আরো পড়ুনঃ সরকারি ভাবে রোমানিয়া যাওয়ার উপায় ২০২৩

মন্টিনিগ্রো কাজের ভিসায় যেতে কত টাকা লাগবে?

বিশ্বের অন্যান্য দেশ গুলোতে কাজের ভিসায় যেতে হলে নির্দিষ্ট অর্থ খরচ করার দরকার হয়। আর যখন আপনি আমাদের দেশ থেকে মন্টিনিগ্রো যাবেন। ঠিক তখনও আপনাকে অর্থ ব্যয় করতে হবে। তবে তার আগে আপনাকে একটি বিষয় জানতে হবে।

সেটি হলো, বর্তমান সময়ে মন্টিনিগ্রোতে দুই ধরনের লোক নিয়োগ দেওয়া হয়। সেগুলো হলো, দক্ষ কর্মী ও অদক্ষ কর্মী। তো আপনি আসলে কোন ক্যাটগরির কর্মী হিসেবে মন্টিনিগ্রো যাবেন। সেই কাজের ধরন এর উপর আপনার খরচ নির্ভর করবে।

যেমন, আপনি যদি কম বেতনের অদক্ষ শ্রমিক হিসেবে এই দেশে যান। তাহলে আপনার কাজের ভিসার খরচ কিছুটা কম হবে। সেক্ষেত্রে আপনার ৪ লাখ থেকে ৫ লাখ টাকার খরচ করে এই দেশের কাজের ভিসায় যেতে পারবেন।

অপরদিকে যখন আপনি দক্ষ শ্রমিক হয়ে মন্টিনিগ্রোতে উচ্চ বেতনের কাজের ভিসায় যাবেন। তখন আপনার খরচ কিছুটা বেশি হবে। সেক্ষেত্রে আপনাকে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করে কাজের ভিসায় মন্টিনিগ্রো যেতে পারবেন।

আরো পড়ুনঃ কানাডায় পড়াশোনার খরচ সম্পর্কে জেনে নিন

মন্টিনিগ্রো কাজের ভিসা পেতে ইন্টারভিউ দিতে হয়?

আমাদের অনেকের মনে এই প্রশ্নটি আছে। তো যখন আপনি কোনো এজেন্সির মাধ্যমে মন্টিনিগ্রো কাজের ভিসার জন্য আবেদন করবেন। তখন আপনার এজেন্সি থেকে ভিসার যাবতীয় কাজ গুলো সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে আপনাকে আলাদা ভাবে আর ইন্টারভিউ দেওয়ার দরকার হবেনা।

তবে যদি আপনি স্বনামধন্য কোনো কোম্পানিতে কাজকরার সুযোগ পান। তাহলে তারা ব্যক্তিগত ভাবে আপনার ইন্টারভিউ নিতে পারে। যদিওবা এই ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ দিতে হয়না।

আরো পড়ুনঃ মালয়েশিয়া ই ভিসা কি? চেক করার নিয়ম ২০২৩

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, বর্তমানে যারা কাজ করার জন্য ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে যেতে চাচ্ছেন। তাদের সাথে আজকে প্রয়োজনীয় কিছু তথ্য শেয়ার করা হয়েছে। যে তথ্য গুলো আপনার জেনে নেওয়া অত্যন্ত জরুরী।

তবে যদি আপনার মন্টিনিগ্রো কাজের ভিসা সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকে। তাহলে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *