লিথুনিয়া কি সেনজেন ভুক্ত দেশ?

আপনারা অনেকেই জানতে চান যে, লিথুনিয়া কি সেনজেন ভুক্ত দেশ কিনা। তো তাদের বলে রাখি যে, লিথুনিয়া হলো সেনজেন জোনের অন্তর্ভূক্ত একটি দেশ। যে দেশটি 16 এপ্রিল 2003 সালে সেনজেন ‍চুক্তিতে স্বাক্ষর করেছিলো। আর আজকের আর্টিকেলে আমরা সেনজেন দেশ লিথুনিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। 

লিথুনিয়া দেশটি কেমন?

লিথুয়ানিয়া, উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরে অবস্থিত, বন, নদী ও হ্রদে পরিপূর্ণ এক রহস্যময় দেশ। ঐতিহাসিক স্থাপত্য, মনোরম প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী খাবার এবং আন্তরিক মানুষ লিথুয়ানিয়া কে ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে।

একসময় লিথুয়ানিয়া একটি বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল। ১৯১৮ সালে লিথুনিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়ন দ্বারা দখলকৃত হয়। ১৯৯১ সালে সোভিয়েত পতনের পর লিথুনিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে।

বাংলাদেশ থেকে লিথুনিয়া যেতে কত টাকা লাগে?

এই প্রশ্নটি আপনারা অনেকেই করেন যে, বাংলাদেশ থেকে লিথুনিয়া যেতে কত টাকা লাগবে। তো এই খরচ নির্ভর করে আপনি কোন ভিসায় লিথুনিয়া যেতে চান তার উপর। সেক্ষেত্রে আপনি যদি শিক্ষা ভিসা করে উচ্চতর পড়াশোনার জন্য লিথুনিয়া যেতে চান তাহলে আপনার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হতে পারে। 

কিন্তুু আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ কাজের ভিসায় লিথুনিয়া যায়। সে কারণে কাজের ভিসায় লিথুনিয়া যেতে আপনার খরচের পরিমানও বেশি লাগবে। কারণ, অতিরিক্ত চাহিদা থাকার কারণে বর্তমানে কাজের ভিসায় লিথুনিয়া যেতে আপনার প্রায় ৭ লাখ থেকে ৯ লাখ টাকার মতো খরচ হবে। 

লিথুনিয়া কাজের বেতন কত টাকা?

কোনো একটি দেশে কাজ করতে যাওয়ার আগে সেই দেশের কাজের বেতন সম্পর্কে জেনে নেওয়া উচিত। যার কারণে আপনারা অনেকেই জানতে চান যে, লিথুনিয়া কাজের বেতন কত টাকা। তো এই দেশে কাজ করলে আপনি কত টাকা বেতন পাবেন তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। যেমন, আপনার কাজের ধরন, আপনার দক্ষতা ও অভিজ্ঞতা ইত্যাদি। 

তবে স্বাভাবিক ভাবে আমাদের বাংলাদেশ থেকে যারা কাজের ভিসায় লিথুনিয়া যায় তারা প্রায় প্রতিমাসে ৫০০ ইউরো থেকে ৬০০ ইউরো বেতন পায়। যা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিন্তুু যদি আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এর থেকেও বেশি টাকা বেতন পাবেন।

লিথুনিয়ার ভৌগলিক অবস্থান

লিথুয়ানিয়া, বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত এক মনোমুগ্ধকর দেশ। ১৯১৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে লিথুয়ানিয়ার সীমানা বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। বর্তমানে লিথুয়ানিয়া 65,300 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। লিথুয়ানিয়ার উত্তরে লাতভিয়া, পূর্ব ও দক্ষিণে বেলারুশ এবং দক্ষিণ-পশ্চিমে পোল্যান্ড ও রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল অবস্থিত।

লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি? 

কোনো একটি দেশে কাজ করতে যাওয়ার আগে সেই দেশের চাহিদা সম্পন্ন কাজ গুলো সম্পর্কে জানতে হয়। কারণ, একটি দেশে যেসব কাজের চাহিদা থাকে সেই দেশে ভালো বেতন পাওয়ার সম্ভাবনা থাকে। আর বর্তমান সময়ে লিথুনিয়াতে বিভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ধরনের কাজের চাহিদা থাকে। তবে লিথুনিয়া নামক এই দেশের মধ্যে অধিকাংশ সময় যেসব কাজের চাহিদা থাকে সেগুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন, 

  1. মোটর, ভেহিকল রিপেয়ারস
  2. টেইলর্স
  3. বেকারি কিংবা ফ্যাক্টরিতে কাজ
  4. রাজমিস্ত্রী
  5. প্লাম্বার
  6. হেভি ট্রাক এবং লড়ি ড্রাইভার
  7. সেলসম্যান
  8. কার/ ট্যাক্সি ড্রাইভার

তবে এগুলোর পাশাপাশি লিথুনিয়াতে বিভিন্ন মৌসুমে আরো কিছু কাজের চাহিদা থাকে। সেগুলো হলো, 

  1. তথ্যপ্রযুক্তি (IT)
  2. প্রকৌশল
  3. স্বাস্থ্যসেবা
  4. শিক্ষকতা
  5. কৃষিকাজ

আর আপনার যদি উপরোক্ত কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি তার বিনিময়ে লিথুনিয়াতে অনেক বেশি বেতনে চাকরি করতে পারবেন। 

আপনার জন্য আমাদের কিছুকথা 

প্রিয় পাঠক, আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন দেশের চাকরি নিয়ে আপডেট তথ্য শেয়ার করি। যে তথ্য গুলো আপনার জেনে নেওয়া জরুরী। আর আপনি যদি এমন ধরনের অজানা তথ্য গুলো সহজ ভাষায় জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *