কুয়েত ভিজিট ভিসা ২০২৪ চালু সংক্রান্ত তথ্য জেনে নিন
Kuwait Visit Visa 2024: গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত নতুন শর্তের উপর ভিত্তি করে পারিবারিক, বাণিজ্যিক এবং পর্যটন ভিসা পুনরায় চালু করার সিন্ধান্ত নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৭ ফেব্রুয়ারি) এই ভিসা প্রক্রিয়া চালু হওয়ার ঘোষণা দেয়।
আর কুয়েত সরকার এমন সিন্ধান্ত নিয়েছে কারন এতে কুয়েতের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং চাহিদার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। যারা বর্তমান সময়ে অন্যান্য দেশ থেকে কুয়েত যাবে তাদের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে।
কুয়েত ভিজিট ভিসার শর্তগুলো কি কি?
- প্রায় ৪০০ কুয়েতি দিনার উপার্জনকারী প্রবাসীরা তাদের বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের জন্য এই ভিসার আবেদন করতে পারবেন।
- অন্য আত্মীয় কিংবা ঘনিষ্ঠ ব্যাক্তির ক্ষেত্রে আপনার উপার্জন হতে হবে প্রায় ৮০০ কুয়েতি দিনার।
- ভিসার মেয়াদ শেষ হলে দেশ ত্যাগ করবেন এমন প্রতিশ্রুতি দিতে হবে।
- কুয়েত ভিজিট ভিসাকে রেসিডেন্সিয়াল ভিসা করতে পারবেন না।
- ভিজিটররা শুধুমাত্র কুয়েতের বে-সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কুয়েত ভিজিট ভিসায় যেতে চান তাদের জন্য উপরের শর্তগুলো আরোপ হবে। আর আপনি যদি এই শর্তগুলো লঙ্ঘন করেন তাহলে আপনাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
কুয়েত ভিজিট ভিসার জন্য কি কি লাগবে?
কুয়েত ভিজিট ভিসা আবেদন করার জন্য আপনার যেসব ডকুমেন্টস লাগবে।
- বৈধ পাসপোর্ট (কমপক্ষে 6 মাসের জন্য বৈধ)।
- রিটার্ন টিকিট
- হোটেল বুকিং
- পর্যাপ্ত অর্থের প্রমাণ
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
- ভিসা আবেদন ফর্ম
- ভিসাতে সর্বনিন্ম ০২ টি ফাঁকা পৃষ্ঠা
উপরের এই ডকুমেন্টস গুলো দিয়ে কুয়েত ভিজিট ভিসা আবেদন করা যাবে। ভিসা আবেদন করার আগে এই বিষয় গুলো সংগ্রহ করে রাখবেন।
অনলাইনে কুয়েত ভিজিট ভিসা আবেদন করা যাবে?
কুয়েত ই-ভিসা পোর্টালের মাধ্যমে আপনি অনলাইনে ভিসা আবেদন করতে পারবেন। এটি হলো, কুয়েত ই-ভিসা পোর্টাল: https://evisa.moi.gov.kw/ এর মূল ওয়েবসাইট। যেখান থেকে আপনি কুয়েত ভিজিট ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও আবেদন করার লিংক পেয়ে যাবেন। এছাড়াও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রয়োজন হলে https://www.moi.gov.kw/ এই লিংকে প্রবেশ করবেন।
কুয়েত এর কিছু দর্শনীয় স্থানের নাম
যারা ভ্রমন করার জন্য কুয়েত যাবেন তাদের কিছু দর্শনীয় স্থানের নাম জানা দরকার। যেন আপনি সেই দেশে গিয়ে কুয়েতের আসল সৌন্দর্য উপভোগ করতে পারেন।
- কুয়েত সিটি
- গ্র্যান্ড মসজিদ
- কুয়েত টাওয়ার্স
- সৌক আল-মুবারকিয়া
- The Great Wall of Kuwait
- Kuwait Bay
উপরে উল্লেখিত স্থান গুলো দেখার জন্য বিভিন্ন দেশের মানুষ কুয়েতে ভিড় জমায়। তাই চাইলে আপনিও এই স্থান গুলো ভ্রমন করার চেষ্টা করবেন।
কুয়েত ভিজিট পর্যটকদের জন্য প্রয়োজনীয় তথ্য
০১ | কুয়েতে কেমন পোশাক পড়বেন?
আপনি কুয়েতে ভ্রমন করার সময় নিজের পোশাকের দিকে খেয়াল রাখবেন। কারণ আমরা জানি কুয়েত হলো একটি মুসলিম দেশ। তাই সেই দেশে ভ্রমন করার সময় আপনার শরীরের পোশাক অবশ্যই রক্ষণশীল হওয়া উচিত।
০২ | কুয়েতের মানুষ কোন ভাষায় কথা বলে?
কুয়েত একটি মুসলিম দেশ তাই কুয়েতে আরবি ভাষায় অধিকাংশ মানুষ কথা বলে। তবে যদি আপনার ইংরেজি ভাষা জানা থাকে তাহলে কুয়েতে ভাষাগত দিক থেকে কোনো সমস্যা হবেনা।
০২ | কুয়েতের আবহাওয়া কেমন?
ভ্রমন করার আগে সেই স্থানের আবহাওয়া জানা জরুরী। আর কুয়েতের আবহাওয়া অনেক গরম এবং শুষ্ক।
সবশেষে Kuwait Visit Visa নিয়ে আমাদের কিছুকথা
ভিসা আবেদন করার সময় দালাল চক্র এড়িয়ে চলার চেস্টা করবেন। আর ভিসা আবেদন করার জন্য আপনার যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো চেক করে নিবেন। কারন, আপনার ডকুমেন্টেসে কোনো ভুল থাকলে ভিসা আবেদন প্রসেসিং থেমে থাকবে।