আন্তর্জাতিক বিমান ভাড়া ২০২৩
International Airfare: প্রিয় পাঠক, আপনি কি আন্তর্জাতিক বিমান ভাড়া সম্পর্কে জানতে চান? তাহলে একটি কথা জেনে রাখুন। সেটি হলো, এই বিমান ভাড়া প্রতিদিন একইরকম থাকেনা। তাই আপনি আসলে কোন দিনের বিমান ভাড়া সম্পর্কে জানতে চান। আপনাকে সেই দিনের বিমান ভাড়া সম্পর্কে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।
আর এই আন্তর্জাতিক বিমান ভাড়া সম্পর্কে জানতে হলে, আপনাকে কি কি কাজ করতে হবে। এবার আমি আপনাকে সেই কাজ গুলো কে ধাপে ধাপে দেখিয়ে দিবো। তো চলুন, এবার সেই বিমান ভাড়া চেক করার কাজ গুলো দেখে নেওয়া যাক।
আন্তর্জাতিক বিমান ভাড়া কিভাবে দেখতে হয়?
আপনি যদি নিজের ঘরে বসে বাংলাদেশ বিমানের সময়সূচি এবং আন্তর্জাতিক বিমান ভাড়া সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে Biman-airlines এর ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে হবে। আর যখন আপনি তাদের ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করবেন। তারপর আপনি বিমান সম্পর্কিত বিভিন্ন বিষয় জেনে নিতে পারবেন। যেমন,
- Book Flight
- Flight Status
- Flight Schedule
- Web Check-in
- Travel info
সহো আরো বিভিন্ন ধরনের তথ্য জেনে নিতে পারবেন। আর আপনারা যারা আন্তর্জাতিক বিমান ভাড়া সম্পর্কে জানতে চাচ্ছেন। তারাও তাদের কাঙ্খিত ভাড়া উক্ত ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন।
ঢাকা থেকে আন্তর্জাতিক বিমান ভাড়ার তালিকা
আলোচনার শুরুতেই আমি আপনাকে একটা কথা বলেছি। সেটি হলো, বিমান এর ভাড়া প্রতিদিন একই রকম থাকেনা। কেননা, আজকে আপনি যে ভাড়ার দেখতে পারবেন। তার কয়েকদিন পর সেই বিমান ভাড়ার মধ্যে পরিবর্তন হতে পারে। তবুও এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যেখান থেকে আপনি বেশ কিছু আন্তর্জাতিক বিমান ভাড়া সম্পর্কে জেনে নিতে পারবেন।
- ঢাকা থেকে ওয়াশিংটন বিমান ভাড়া প্রায়, ১ লাখ ৯৫ হাজার টাকা।
- ঢাকা থেকে লস অ্যাঞ্জেলস বিমান ভাড়া প্রায়, ১ লাখ ৯৬ হাজার টাকা।
- ঢাকা থেকে মিয়ামি বিমান ভাড়া প্রায়, ২ লাখ টাকা।
- ঢাকা থেকে নিউইয়র্ক বিমান ভাড়া প্রায়, ১ লাখ ৯৭ হাজার টাকা।
- ঢাকা থেকে শিকাগো বিমান ভাড়া প্রায়, ১ লাখ ৯৫ হাজার টাকা।
- ঢাকা থেকে অষ্টিন বিমান ভাড়া প্রায়, ২ লাখ টাকা।
- ঢাকা থেকে ইন্ডিয়ানাপলিস বিমান ভাড়া প্রায়, ১ লাখ ৯৭ হাজার টাকা।
- ঢাকা থেকে বোস্টন বিমান ভাড়া প্রায়, ১ লাখ ৯৩ হাজার টাকা।
- ঢাকা থেকে আটলান্টা বিমান ভাড়া প্রায়, ১ লাখ ৯৫ হাজার টাকা।
- ঢাকা থেকে ফ্রান্সিসকো বিমান ভাড়া প্রায়, ১ লাখ ৯৮ হাজার টাকা।
তো উপরে আপনি যে বিমান ভাড়ার তালিকা দেখতে পাচ্ছেন। সেই তালিকা তে ঢাকা থেকে আমেরিকার বিভিন্ন স্থানের বিমান ভাড়ার রেট উল্লেখ করা হয়েছে। কিন্তুু আপনি যদি উপরোক্ত স্থানগুলো বাদে অন্য কোনো স্থানে যেতে চান। তাহলে কিন্তুু আপনার বিমান ভাড়া কম বেশি হবে।
আন্তর্জাতিক বিমান ভাড়া চেক করার উপায়
আমরা সকলেই জানি যে, বিমান ভাড়ার পরিমান নিয়মিত পরিবর্তন হয়। কিন্তুু আপনি আসলে কিভাবে সঠিক বিমান ভাড়া সম্পর্কে জানতে পারবেন। এবার আমি আপনাকে সেই পদ্ধতি গুলো দেখিয়ে দিবো। যেন আপনি যেকোনো সময় যেকোনো স্থানের বিমান ভাড়া সম্পর্কে জেনে নিতে পারেন। আর সেজন্য আপনাকে নিচে দেখানো পদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়বসাইটে প্রবেশ করুন
প্রতিদিনের বিমান ভাড়া পরিবর্তন হলেও সঠিক বিমান ভাড়া জানার একটি উপায় আছে। সেটি হলো, আপনাকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আর আপনি চাইলে গুগলে গিয়ে “Biman Bangladesh Airlines” লিখে সার্চ করলে সেই ওয়েবসাইট খুজে পাবেন। নতুবা আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলেও উক্ত ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে পারবেন।
এবার আপনার ফ্লাইট বুকিং দিন
যখন আপনি উপরের লিংক এর মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি ঠিক নিচের পিকচারের মতো একটি ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করবেন। যেখানে আপনার সামনে বিভিন্ন ধরনের অপশন আসবে। আর আপনি যেহুতু আন্তর্জাতিক বিমান ভাড়া সম্পর্কে জানতে চান। সেহুতু সবার প্রথমে আপনাকে “Book Flight”নামের অপশন এর মধ্যে ক্লিক করতে হবে।
One way/Round Trip/Multi City সিলেক্ট করুন
যখন আপনি উপরের দেখানো নিয়ম অনুযায়ী, Book Flight নামক অপশন এর মধ্যে ক্লিক করবেন। তারপর সবার শুরুতে আপনি মোট ০৩ টি অপশন দেখতে পারবেন। আর সেগুলো হলো,
- One way
- Round Trip
- Multi City
তো আপনি আসলে কি ধরনের বিমান এর টিকেট কাটতে চান। সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর উক্ত অপশন সিলেক্ট করার পর আপনি তার ঠিক নিচের দিকে আরো বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন।
Flying From এবং Flying to সিলেক্ট করে দিন
এখন আপনি আসলে কোন স্থান থেকে কোথায় যেতে চান, সেটি সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যে স্থান থেকে বিমান যাত্রা শুরু করতে চান। সেই স্থানটি “Flying From” এর মধ্যে সিলেক্ট করে দিবেন। আর উক্ত স্থান থেকে যে স্থানে যেতে চান, সেটি আপনি “Flying to” এর মধ্যে সিলেক্ট করে দিবেন।
Depart Date (D-M-Y) এবং Passengers এর তথ্য দিন
এবার আপনাকে দিন তারিখ ও পেসেন্জার এর যাবতীয় তথ্য গুলো প্রদান করতে হবে। তো আপনি আসলে যে দিনের বিমানের টিকিট এর দাম জানতে চান। সেটি আপনাকে Depart Date এর মধ্যে উল্লেখ করে দিতে হবে। এবং আপনি আসলে কতজন এর বিমান টিকেট কাটতে চান। সেই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য গুলো Passengers নামক অপশন এর মধ্যে সিলেক্ট করে দিতে হবে।
তবে যখন আপনি মোট যাত্রীর পরিমান উল্লেখ করবেন। তখন আপনি সহো কতজন প্রাপ্ত বয়স্ক মানুষ এবং মোট কতজন শিশু নিয়ে বিমানে যাবেন। সেটি আপনাকে (+/-) করে সঠিক তথ্য প্রদান করে দিতে হবে। তাহলে আপনি একবারে সঠিক বিমান ভাড়া সম্পর্কে জানতে পারবেন।
Class নির্ধারন করে দিন
যদি আপনি নিয়মিত বিমানে যাতায়াত করে থাকেন। তাহলে একটা বিষয় আপনার অবশ্যই জানা থাকবে। সেটি হলো, আমাদের বাংলাদেশ এর বিমান গুলোতে মোট ০৩ ধরনের Class দেখতে পাওয়া যায়। আর সেগুলো হলো,
- Economy Class
- Business Class
- Premium Economy Class
তো আপনি আসলে কোন Class এর বিমান সিট বুকিং দিতে চান। সেটি আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিতে পারবেন।
Promo Code থাকলে প্রদান করুন
বিভিন্ন সময় বিমান ভাড়ার মধ্যে কিছুটা ছাড় প্রদান করা হয়। আর সেজন্য অবশ্যই আপনার নিকট একটি Promo Code থাকতে হবে। আর যদি আপনার নিকট সেরকম কোনো ধরনের প্রমো কোড থাকে। তাহলে আপনি অবশ্যই নিচের ফাঁকা বক্সের মধ্যে সেই কোড টি বসিয়ে দিবেন।
Show Flight থেকে বিমান ভাড়া চেক করুন
যখন আপনি উপরের যাবতীয় কাজ গুলো সঠিক ভাবে করবেন। তারপর আপনাকে “Show Flight” এর মধ্যে ক্লিক করতে হবে। আর উক্ত অপশন এর মধ্যে ক্লিক করার পর আপনি আপনার বিমান ভাড়া দেখে নিতে পারবেন।
তো আপনাদের বোঝার সুবিধার জন্য, আমি ঢাকা থেকে লন্ডন যাওয়ার বিমান ভাড়ার চেক করেছি। এবং সেই পিকচার গুলো নিচে দেওয়া হলো। যেমন,
উপরের পিকচারে আপনি দেখতে পাচ্ছেন যে, আমি ঢাকা থেকে লন্ডন যাওয়ার জন্য ফ্লাইট সিলেক্ট করে দিয়েছি। তো আমার নির্ধারিত তারিখে কত টাকা বিমান ভাড়া লাগতে পারে। সেটি নিচের পিকচারে দেখতে পারবেন। যেমন,
আন্তর্জাতিক বিমান ভাড়া নিয়ে আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আপনারা যারা জানেন না যে, কিভাবে বিমান ভাড়া চেক করতে হয়। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি অনেক হেল্পফুল হবে। কেননা, বিমান ভাড়া চেক করার জন্য আপনাকে কি কি করতে হবে। সেই পদ্ধতি গুলো কে আজকে আমি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি।
আশা করি, আজকের দেখানো পদ্ধতি গুলো বুঝতে আপনার কোনো ধরনের সমস্যা হবেনা। তবে এরপরও যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়। তাহলে নিচে আপনার সমস্যাটি কমেন্ট করে জানিয়ে দিবেন।
সেইসাথে বিমান, পাসপোর্ট কিংবা ভিসা সম্পর্কে জানতে হলে, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমার লেখা আর্টিকেল টি পড়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বিমান ভ্রমণ করুন। ধন্যবাদ।