স্বর্ণের বর্তমান দাম নভেম্বর ২০২৩
Current price of gold is November: বর্তমান সময়ে সোনা হলো অনেক মূল্যবান একটি ধাতু। যার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর অলংকার তৈরি করা যায়। যার কারণে আমাদের দেশের পাশাপাশি গোটা পৃথিবীর মধ্যে সোনার চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আর এই চাহিদার উপর ভিত্তি করে সোনার দামও অনেক বৃদ্ধি পাচ্ছে।
তো সে কারণেই আমরা স্বর্ণ কেনার আগে বর্তমান দাম সম্পর্কে জানতে চাই। আর আপনি যেন বর্তমান সোনার সঠিক দাম সম্পর্কে জানতে পারেন। মূলত সে কারণে আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
স্বর্ণের বর্তমান দাম নভেম্বর ২০২৩
যেহুতু বর্তমান সময়ে নভেম্বর মাস চলছে। আর এই সময়ে যদি আপনি সোনা ক্রয় করতে চান। তাহলে আপনাকে অবশ্যই সোনার বর্তমান দাম জেনে নিতে হবে। কেননা আমরা সবাই জানি যে, স্বর্ণের দাম সবসময় এক রকম থাকেনা। তো নভেম্বর মাসে স্বর্ণের দাম কত চলছে, সেই দামের তালিকা নিচে শেয়ার করা হলো।
সিরিয়াল নাম্বার | সোনার ক্যারেট | সোনার দাম |
০১ | ২১ ক্যারেট সোনা | 8,420 BDT/GRAM |
০২ | ২২ ক্যারেট সোনা | 8,820 BDT/GRAM |
০৩ | ১৮ ক্যারেট সোনা | 7,220 BDT/GRAM |
আরো পড়ুনঃ ২২ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম কত? | ২২ ক্যারেট স্বর্ণ চেনার উপায়
শুক্রবার সোনা কেনা যাবে কি?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চান যে, শুক্রবার সোনা কেনা যাবে কি না। তো আপনি সপ্তাহের যেকোনো দিনে সোনা ক্রয় করতে পারবেন। তবে যখন আপনি সোনা ক্রয় করতে যাবেন। তখন আপনাকে সেই দিনের আপডেট সোনার দাম জেনে নিতে হবে।
কারণ, সোনার দাম প্রতিদিন এক রকম থাকেনা। যার কারণে আপনি আজকে যে দামে সোনা ক্রয় করতে পারবেন। সেই দামে আগামীকাল কিনতে পারবেন কিনা, তার কোনো নিশ্চয়তা নেই।
আরো পড়ুনঃ আজকের স্বর্ণের বর্তমান দাম কত বাংলাদেশে
কত গ্রামে এক ভরি?
আপনি চাইলে সোনা গ্রাম হিসেবে কিনতে পারবেন আবার আপনি ভরি হিসেবেও কিনতে পারবেন। কিন্তুু আপনি কি জানেন, কত গ্রামে এক ভরি সোনা হয়? -হুমম, যদি আপনার এই বিষয়টি অজানা থাকে তাহলে শুনুন।
যদি আপনি অতীতের দিন গুলোর কথা চিন্তা করে দেখেন। তাহলে দেখতে পারবেন যে, উক্ত সময়ে ১ টাকার সমপরিমান ওজনকে ভরির একক হিসেবে নির্ধারন করা হতো। আর ভরির চেয়েও ক্ষুদ্রতম একক এর নাম হলো, রতি। সেই হিসেবে আপনার নিকট যদি ০৬ রতি সম ওজনের সোনা থাকে। তাহলে সেই সোনাকে ০১ আনা হিসেবে ধরা হবে।
ঠিক একই ভাবে আপনার নিকট যদি ১৬ আনা সোনা থাকে। তাহলে সেই সোনাকে ১ ভরি হিসেবে ধরা হবে। আর আন্তর্জাতিক পর্যায়ের হিসেব অনুযায়ী ১১.৬৬ গ্রাম সোনাকে ১ ভরি সোনা হিসেবে ধরা হয়।
আরো পড়ুনঃ দুবাই ১ ভরি সোনার দাম কত ২০২৩
কোন সোনার দাম বেশি?
যেহুতু আপনি স্বর্ণের বর্তমান দাম সম্পর্কে জানতে এসেছেন। সেহুতু আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নিতে হবে। আর সেটি হলো, কোন সোনার দাম বেশি।
তো সোনার দাম মূলত ক্যারেট এর উপর নির্ভর করে। অর্থাৎ আপনি যতো বেশি ক্যারেট এর সোনা ক্রয় করবেন। আপনাকে ঠিক ততো বেশি দাম দিয়ে সোনা ক্রয় করতে হবে। সেক্ষেত্রে আপনি যখন ২৪ ক্যারেট এর সোনা ক্রয় করবেন। তখন আপনি শতভাগ বিশুদ্ধ সোনা ক্রয় করতে পারবেন।
কিন্তুু ২৪ ক্যারেট এর মধ্যে যেমন শতভাগ বিশুদ্ধ সোনা পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে অন্যান্য ক্যারেট এর সোনার চাইতে ২৪ ক্যারেট এর সোনার দামও তুলনামূলক বেশি হয়।
আরো পড়ুনঃ ২১ ক্যারেট সোনার দাম সৌদি আরব
আপনার জন্য আমাদের কিছুকথা
যখন আপনি সোনা ক্রয় করবেন, তখন আপনাকে অবশ্যই আপডেট সোনার দাম জানতে হবে। আর আপনাকে বর্তমানে সোনার সঠিক দাম জানিয়ে দেওয়ার জন্য আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। আর আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হবেন।
তো যদি আপনি এই ধরনের উপকারী তথ্য গুলো সবার আগে পেতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।