উদ্ভিদের পাতা হলুদ হয় কেন?

আমাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়। সেটি হলো, উদ্ভিদের পাতা হলুদ হয় কেন? -আর আপনার মনেও যদি এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে শুনন, যখন ক্লোরোফিল এর অভাব হয়। তখন উদ্ভিদের পাতা হলুদ হতে থাকে। 

তো যখন আপনি লক্ষ্য করতে পারবেন যে, কোন একটি উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে যে, সেই পাতার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্লোরোফিল এর অভাব রয়েছে। আর কোন একটি উদ্ভিদের পাতায় ক্লোরোফিল এর অভাব হওয়ার মূল কারন হলো, ম্যাগনেসিয়াম এর স্বল্পতা। যার ফলে উদ্ভিদের পাতা গুলো হলুদ বর্ণ ধারন করে।

 

উদ্ভিদের পাতা হলুদ হয় কেন?

সবার আগে আমাদের একটা বিষয় জানতে হবে। সেটি হলো, একটি গাছের পাতা মোট ০৩ টি রং ধারন করে থাকে। আর সেগুলো হলো, সবুজ রং, লাল রং এবং হলুদ রং। তো যখন বিভিন্ন কারণে কোন একটি উদ্ভিদ এর পাতার মধ্যে ক্লোরোফিল এর অভাব হয়। তখন ক্রমাগত ভাবে সেই উদ্ভিদের মধ্যে থাকা পাতা গুলো হলুদ হতে শুরু করে। 

আর যখন ক্লোরোফিল এর অভাব হয়। তখন সেই উদ্ভিদের মধ্যে থাকা পাতা গুলোর মধ্যে সবৃুজ রঙ্গ এর ঘাটতি দেখা যায়। এর ফলে সেই উদ্ভিদের মধ্যে থাকা পাতা গুলো কখনও হলুদ বর্ণ ধারন করে। আবার কখনও কমলা বর্ণ ধারন করে। 

তবে এই সবকিছু যে ক্লোরোফিল এর অভাবে সংঘঠিত হয়, বিষয়টা আসলে এমন নয়। বরং এমন অনেক ধরনের রোগ আছে। যার কারনেও অনেক সময় কোন উদ্ভিদের গাছের পাতা হলুদ বর্ন ধারন করতে পারে। অপরদিকে অনেক সময় আবহাওয়া জনিত কারণেও এই ধরনের ঘটনা গুলো আমাদের চোখে পড়ে।

 

গাছের পাতা কুঁকড়ে যায় কেন?

অনেক সময় আমরা লক্ষ্য করতে পারি যে, কিছু কিছু গাছের পাতা একবারে কুঁকড়ে যাচ্ছে। আর সেই সময় আমরা বুঝতে পারিনা যে, এমনটা হওয়ার কারণ কি। তো যদি আপনি কখনও দেখেন যে কোন গাছের পাতা এমন করে কুঁকড়ে যাচ্ছে। তাহলে বুঝে নিবেন যে, সেই গাছ গুলো নানা ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

আর গাছের পাতা কুঁকড়ে যাওয়ার কারণ শুধুমাত্র ভাইরাস নয়। বরং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থেকে শুরু করে নানা ধরনের পরিবেশগত কারণেও এমটা হয়ে থাকে। তো আশা করি, গাছের পাতা কুঁকড়ে যাওয়ার কারণ গুলো সম্পর্কে আপনি সঠিক তথ্য জানতে পেরেছেন।

 

পেঁপে গাছের পাতা হলুদ হলে করনীয় কি?

আমাদের মধ্যে যে সকল মানুষ পেঁপে চাষ করেন। তারা একটা বিষয় অবশ্যই লক্ষ্য করতে পারবেন। আর সেটি হলো, কিছু কিছু পেঁপে গাছের পাতা একবারে হলুদ হয়ে যায়। আর যখন আপনি এমন হলুদ পেঁপে পাতা দেখবেন। তখন আপনাকে বুঝতে হবে যে, সেই পাতা গুলো একবারে মরে গেছে। তাই আপনাকে সবার আগে সেই মরা পেঁপে পাতা গুলো ছিড়ে ফেলতে হবে। 

তবে এই পেঁপে গাছের পাতা হলূুদ হওয়ার অন্যতম কিছু কারণ আছে। যেমন, পেঁপে গাছের পাতার বয়স যদি অনেক বেশি হয়। তাহলে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। আবার যদি আপনি প্রয়োজনমতো আপনার পেঁপে গাছের গোড়াতে সঠিক পরিমানে নাইট্রোজেন কিংবা ইউরিয়া সার না দেন। তাহলে একটা সময়ে আপনার পেঁপে গাছের পাতা গুলো হলুদ বর্ন ধারন করবে। আর একটা সময় সেই পেঁপে গাছের পাতা গুলো মরে যাবে।

 

লেবু গাছের পাতা হলুদ হয় কেন?

আমরা সচারচর একটি বিষয় লক্ষ্য করতে পারি। আর সেটি হলো, লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। তো কখনও যদি আপনি দেখেন যে কোন লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে, সেই লেবু গাছটি ছত্রাক দ্বাড়া সংক্রমিত হয়েছে। আর যে ছত্রাক এর মাধ্যমে লেবুর গাছ অধিক সংক্রমিত হয়। সেই ছত্রাক এর নাম হলো, Elsinoe Fawcettii.

 

উদ্ভিদের পাতা হলুন হওয়া নিয়ে আমাদের শেষকথা

উদ্ভিদের পাতা হলুদ হওয়ার সমস্যাটি আমাদের কাছে খুব পরিচিত একটি সমস্যার নাম। আর কি কারণে উদ্ভিদের পাতা হলুন হয়, আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি, আপনি সে বিষয়ে সঠিক তথ্য গুলো জানতে পেরেছেন। 

আর আমরা প্রতিনিয়ত এই ধরনের অজানা বিষয় গুলো শেয়ার করে থাকি। যদি আপনি সবার আগে সেগুলো জানতে চান। তাহলে নিয়মিত Learnign Boss এর সাথে থাকবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। 

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন