অনার্স প্রফেশনাল কোর্স কি?

What is Honors Professional Course: অনার্স পড়ুয়াদের জন্য ৪ বছর মেয়াদী বিশেষ কোর্স কে বলা হয়, অনার্স প্রফেশনাল কোর্স। আর এই ধরনের প্রফেশনাল কোর্স এর মধ্যে সেমিস্টার সংখ্যা হলো মোট ৮ টি। যেখানে অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা, ৪ বর্ষের প্রতি ৬ মাস পর পর একটি করে সেমিস্টার পরীক্ষা দিতে পারবে।

 

অনার্স প্রফেশনাল কোর্স কি?

আপনি যখন অনার্সে পড়াশোনা শুরু করতে চাইবেন। তখন আপনি দুই ধরনের কোর্স সম্পর্কে জানতে পারবেন। আর সেই অনার্স এর কোর্স গুলো হলো,

  1. অনার্স প্রফেশনাল কোর্স
  2. অনার্স জেনারেল কোর্স

তো সেই সময় আপনার মনে একটি প্রশ্ন জাগবে। সেটি হলো, আপনার আসলে কোন কোর্সে অনার্স পড়া উচিত। সেজন্য অনার্স প্রফেশনাল কোর্স কি সেটি জানার পাশাপাশি। অনার্স জেনারেল কোর্স কি, সে সম্পর্কেও আপনার সঠিক ধারনা থাকতে হবে। 

অনার্স প্রফেশনাল কোর্সঃ আপনি যখন অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হবেন। তখন আপনি ইংরেজি ভার্সনে পাবেন। এবং উক্ত কোর্স এর মেয়াদ হলো, ৪ বছর। এই বছর গুলো আপনার ৪ টি বর্ষ হিসেবে মোট ৮ টি করে সেমিষ্টার থাকবে। আর বিশেষ এই কোর্স এর নাম দেওয়া হয়েছে, অনার্স প্রফেশনাল কোর্স।

অনার্স জেনারেল কোর্সঃ যদি আপনি অনার্স জেনারেল কোর্সে ভর্তি হয়ে যান। তাহলে আপনি সবকিছু বাংলা ভার্সনে পাবেন। আর প্রফেশানল কোর্স এর মতো জেনারেল কোর্সের মধ্যেও ৮ টি সেমিস্টার ও মেয়াদ হিসেবে ৪ বছর রয়েছে।

 

কোন কোর্সে অনার্স পড়া উচিত? (জেনারেল/প্রফেশনাল)

যেহুতু উপরের আলোচনা তে আমি আপনাকে অনার্স প্রফেশনাল কোর্স কি সে সম্পর্কে বলেছি। সেই সাথে অনার্স জেনারেল কোর্স কাকে বলে সে সম্পর্কেও সঠিক ধারনা দিয়েছি।  তোএখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে, আপনি কোন কোর্স নিয়ে অনার্স পড়বেন?

আর আপনার মনে যদি এই ধরনের প্রশ্ন জাগে। তাহলে আপনাকে এই দুটো অনার্স কোর্স এর পার্থক্য টা ভালোভাবে বুঝতে হবে। আর এই ‍দুটো কোর্স এর পার্থক্য নিচে উল্লেখ করা হলো,

  1. অনার্স প্রফেশনাল কোর্সে সব কিছু ইংরেজি ভার্সনে থাকবে। কিন্তুু জেনারেল ভার্সন এর মধ্যে বাংলা ভার্সনে থাকবে। 
  2. বর্তমান সময়ে আমদের বাংলাদেশের অনেক কলেজের মধ্যে জেনারেল কোর্স করানো হয়। অপরদিকে আমাদের দেশের মধ্যে খুব কম সংখ্যক কলেজে অনার্স প্রফেশনাল কোর্স নিয়ে পড়ানো হয়।
  3. যদি আপনি জেনারেল কোর্স নিয়ে অনার্স করেন। তাহলে আপনি যে পরিমান টাকা দিয়ে অনার্স কোর্স করতে পারবেন। তার থেকে অনেক বেশি টাকার প্রয়োজন হবে। যদি আপনি অনার্স প্রফেশনাল কোর্সে পড়াশোনা করেন।
  4. আপনি সরকারি কলেজ কিংবা বেসরকারি কলেজ থেকে অনার্স জেনারেল কোর্স নিয় পড়াশোনা করতে পারবেন। কিন্তুু বর্তমান সময় পর্যন্ত আমাদের দেশে, সরকারি কলেজে অনার্স প্রফেশনাল কোর্স করা হয়না।
  5. যখন আপনি অনার্স জেনারেল কোর্স নিয়ে পড়বেন। তখন আপনি কোনো ধরনের ইন্টার্নশীপ করার সুযোগ পাবেন না। কিন্তুু যখন আপনি অনার্স প্রফেশনাল কোর্স নিয়ে পড়বেন। তখন আপনি ইন্টার্নশিপ করা সুযোগ পাবেন।
  6. অনার্স এর মধ্যে আপনার যে মেজর সাবজেক্ট থাকবে। সেটা জেনারেল কোর্স এর মধ্যে আগে থেকে নির্ধারন করে দেওয়া হয়। কিন্তুু প্রফেশনাল কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা চতুর্থ বর্ষে তাদের মেজর সাবজেক্ট নির্ধারন করে দেয়।
  7. মানের দিক থেকে প্রফেশনাল কোর্সের সব কিছুর মান সমান। তবে অনার্স জেনারেল কোর্স এর মধ্যে আপনার কলেজ এর মান নির্ধারন করা হবে। 

তো এগুলো হলো, অনার্স প্রফেশনাল কোর্স ও জেনারেল কোর্স এর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য। তবে এগুলো ছাড়াও এই দুটো কোর্স এর মধ্যে আরো অনেক ধরনের পার্থক্য রয়েছে। 

 

আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আপনি যদি অনার্স কোর্সে ভর্তি আবেদন করতে চান। তাহলে অবশ্যই আপনাকে অনার্স প্রফেশনাল কোর্স কি ও জেনারেল কোর্স কি সেটা জানতে হবে। আর উক্ত বিষয়টি সম্পর্কে আপনি যেন সঠিক তথ্য গুলো জানতে পারেন। সে কারণে আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। 

এছাড়াও অনার্স রিলেটেড আরো অজানা তথ্য গুলো সহজ ভাষায় জানতে চাইলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমার লেখাটি পড়ার জন্য।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন